BY: Aajtak Bangla 12 November 2022BY: Aajtak Bangla
ঘর বাঁধলেন পায়েল-যশভিকা, Viral বিয়ের ছবি
বিয়ে সেরে আলোচনার কেন্দ্রে পায়েল বাত্রা ও যশভিকা দত।
অজস্র পুষ্টিগুণে ভরপুর হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়াও আছে।
দম্পতি নিজেদের ইন্সটা প্রোফাইলে বিয়ের ভিডিও শেয়ার করেছেন।
২০১৭ সালে টিকটকে পায়েল-যশভিকার সাক্ষাৎ।
প্রতিদিন দু'জনের মধ্যে কথাবার্তা শুরু হয়। লুধিয়ানা পায়েল এবং যশভিকা নৈনিতালের।
হঠাৎ ৬ মাসের জন্য পায়েল যশবিকাকে ব্লক করে দেন।
পায়েল তারপর বোঝেন, ৬ মাসে বুঝলাম জীবনটা একা কাটানো যায় না।
যশভিকা এবং পায়েল ২০১৮ সালে প্রথমবার সামনাসামনি দেখা করেন।
লকডাউনে একসঙ্গে থাকার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন দম্পতি।
পায়েলের পরিবার সহজেই এই সম্পর্কে মত দেন। তবে ইয়াশভিকাকে তাঁর বাবা-মাকে বিয়ের জন্য রাজি করতে হিমশিম খেতে হয়েছিল।
২০২২-র অক্টোবরে একে অপরকে বিয়ে করেন তাঁরা। হিন্দু রীতি মেনেই বিয়ে করেন পায়েল-ইয়াশভিকা।
এরকম আরও স্টোরি চাই?
Read More
Lesbian Wedding: বিয়ে সেরে আলোচনার কেন্দ্রে পায়েল বাত্রা ও যশভিকা দত। দম্পতি নিজেদের ইন্সটা প্রোফাইলে বিয়ের ভিডিও শেয়ার করেছেন। ২০১৭ সালে টিকটকে পায়েল-যশভিকার সাক্ষাৎ। প্রতিদিন দু'জনের মধ্যে কথাবার্তা শুরু হয়। লুধিয়ানা পায়েল এবং যশভিকা নৈনিতালের।