অনেকটা আঁতকে ওঠার মতো খবর! এক কেজি চায়ের দাম ১৬ কোটি টাকা।
আর সেই চা তৈরি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সিলেটে।
‘দ্য গোল্ডেন বেঙ্গল’ নামের এই চা চলতি বছরের মে মাসে বাজারে পাওয়ার যাবে।
‘লন্ডন টি এক্সচেঞ্জ’ প্রতি কেজি চায়ের দাম নির্ধারণ করেছে ১৪ লাখ পাউন্ড। বাংলাদেশি টাকার হিসেবে যা প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।
চায়ের নামকরণের ক্ষেত্রে বাছা হয়েছে বাংলাদেশের জাতীয় সংগীতকে।
সম্প্রতি সেই 'গোল্ডেন বেঙ্গল টি’র স্বাদ নেওর সুযোগ পেয়েছেন বাংলাদেশের বিদেমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এই চায়ের প্রতিটি পাতায় রয়েছে সোনার পরত।
জানা গেছে, প্রকারে ব্ল্যাক টি হলেও স্বচ্ছ পেয়ালায় পরিবেশন করলে এই চা সোনালি বর্ণ ধারণ করবে।
এরকম আরও স্টোরি চাই?
Read MoreMost costly tea: বিশ্বের সবচেয়ে দামি এই চা উৎপাদনের কথা অনেকেরই অজানা। ‘দ্য গোল্ডেন বেঙ্গল’ নামের এই চা চলতি বছরের মে মাসে বাজারে পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই চায়ের উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘লন্ডন টি এক্সচেঞ্জ’ প্রতি কেজি চায়ের দাম নির্ধারণ করেছে ১৪ লাখ পাউন্ড। বাংলাদেশি টাকার হিসেবে যা প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।