BY: Aajtak Bangla 

যাবেন নাকি এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেনে?

31 MARCH 2022

জম্মু-কাশ্মীর এই নামটা শোনা মাত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে মনোরম সব দৃশ্য।

তাই গোটা বিশ্বের কাছে ভারতের এই জায়গা ভূস্বর্গ হিসেবে পরিচিত। 

 আর এই ভূস্বর্গের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে  টিউলিপ বাগান। 

শ্রীনগরেই রয়েছে  এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন। 

শ্রীনগরের জাবারওয়ান পাহাড়ের পাদদেশে রয়েছে এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন।

 এই বাগানটির আগের নাম সিরাজ বাগ। বর্তমানে এটি পরিচিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন নামে।

শ্রীনগরের এই টিউলিপ গার্ডেনে ৬০  টিরও বেশি জাতের ১৫ লাখেরও বেশি টিউলিপ রয়েছে।

টিউলিপ ফুল ছাড়াও আরও বিভিন্ন প্রজাতির ফুল এখানে দেখতে পাওয়া যায়।

পর্যটকরা এখানে ঘুরতে ঘুরতে ফুলের  বাগানের মনোরম দৃশ্য উপভোগ করেন।

 টিউলিপ বাগান কাশ্মীরে আসা পর্যটকদের কাছে এক বড় আকর্ষণ।

এদিকে করোনা পরিস্থিত স্বাভাবিক হতেই মার্চ মাসে এখনও পর্যন্ত কাশ্মীরের পর্যটকের সংখ্যা রেকর্ড করেছে।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
জম্মু-কাশ্মীর এই নামটা শোনা মাত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে মনোরম সব দৃশ্য। তাই গোটা বিশ্বের কাছে ভারতের এই জায়গা ভূস্বর্গ হিসেবে পরিচিত। আর এই ভূস্বর্গের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে টিউলিপ বাগান। শ্রীনগরেই রয়েছে এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন।