BY: Aajtak Bangla 

কমেডিয়ান থেকে কীভাবে হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট?

28 FEBRUARY 2022

ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। গোট বিশ্বের নজর এখনও সেদিকে। 

পুতিনের এখন প্রধান শত্রু ইউক্রেনের প্রেসিডেন্ট  ভলোদেমির জেলেনস্কি।

দেশের সেনার সাহস বাড়াতে  জেলেনস্কি নিজেও পরেছেন সামরিক উর্দি।

 জেলেনস্কি ভিডিও বার্তায় দাবি করেছেন, 'শত্রুর প্রধান দুই টার্গেট আমি ও আমার পরিবার'।

অনেকেই হয়তো জানেন না  ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার আগে জেলেনস্কি ছিলেন কমেডিয়ান।

একটি টিভি সিরিজ়ে প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

 ‘সারভেন্ট অব দ্য পিপল’ নামে সেই সিরিজ় গোটা দেশে তুমুল জনপ্রিয়তা দিয়েছিল তাঁকে। 

২০১৯ সালে ইউক্রেনের  প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৭৩ শতাংশ মানুষ তাঁকেই নেতা হিসেবে বেছে নেন।

জেলেনস্কির জন্ম ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি। ছোটবেলায় তাঁর ৪ বছর মঙ্গোলিয়ায় কেটেছে।

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা ভোলোদিমিরভনা জেলেনস্কা। ওলেনা একজন  স্থপতি ও চিত্রনাট্যকার।

জেলেনস্কি দম্পতির  এক ছেলে ও এক মেয়ে রয়েছে।  মেয়ের নাম ওলেক্সান্দ্রা এবং ছেলের নাম কিরিলো।

প্রেসিডেন্ট জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়, তিনি সময়ে সময়ে নিজের এবং পরিবারের ছবি শেয়ার করেন।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
অনেকেই হয়তো জানেন না ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার আগে জেলেনস্কি ছিলেন কমেডিয়ান। একটি টিভি সিরিজ়ে প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ‘সারভেন্ট অব দ্য পিপল’ নামে সেই সিরিজ় গোটা দেশে তুমুল জনপ্রিয়তা দিয়েছিল তাঁকে। ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৭৩ শতাংশ মানুষ তাঁকেই নেতা হিসেবে বেছে নেন।