IRCTC-র আঞ্চলিক কার্যালয় লখনউ থেকে লাদাখ ভ্রমণের জন্য প্যাকেজ আনা হয়েছে। ৬ রাত এবং ৭ দিনের এই প্যাকেজে অগাস্ট এবং সেপ্টেম্বরের জন্য লঞ্চ করা হয়েছে। লখনউ টু লখনউ হিসেবে এই প্যাকেজ ধরা আছে। খাওয়া-দাওয়া এবং থাকার জায়গা নিয়ে থ্রি-স্টার হোটেলের সুবিধা পাবেন। মাথাপিছু ৫২ হাজার ৪০০ টাকা খরচ করতে হবে। দুজনের প্যাকেজের মূল্য ৪৬ হাজার ৪০০ টাকা জনপ্রতি হিসেবে ধরা হবে। www.irctctourism.com এ অনলাইন বুকিং করতে পারবেন।