বন্যা, বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে জঙ্গলের জানোয়াররাও আস্তানাহীন। মানুষের মতোই, তারাও খুঁজছে নিরাপদ স্থান। তারই প্রতিফলন দেখা গেল ঘুম যাওয়ার পথে। রাস্তার ধারে বসে রয়েছে চিতা।