প্রতিবার বর্ষায় ভয়াল রূপ দেখা যায় গঙ্গার। গতবছরও আস্ত মন্দির ভেঙেছিল। প্রচুর ঘরবাড়িও তলি্য়ে যায়। এবারও সেই একই ছবি ধরা পড়ল। দেখা গেল কয়েক সেকেন্ডে তলিয়ে গেল আস্ত বাড়ি। ঘটনা সামসেরগঞ্জের। এই ভিডিও সামনেই আসতেই উত্তেজনা। আতঙ্কিত গঙ্গাপাড়ের বাসিন্দারা।