রেকর্ড তাপমাত্রা পতন জানুয়ারিতে। কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। সারাদিন ধরে বইছে হিমেল উত্তুরে হাওয়া। তবে এখানেই থামছে না। আরও ঠান্ডার সতর্কতা। মঙ্গলবার থেকেই পূর্ব বর্ধমান ও বীরভূমে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এবং বীরভূমে শুক্রবার সকাল পর্যন্ত এই সতর্কতা থাকবে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের ৮ জেলায় - হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশারও সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের কোনও জেলায় আপাতত শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই।