২৫ ডিসেম্বর। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। মরশুমের শীতলতম দিন। প্রথম পারদ নামল ১৪-র নীচে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এটা শুরু। এবার থেকে শীতের কামড় টের পাবেন বঙ্গবাসী! বলছেন কী? হ্যাঁ। শীত আরও জাঁকিয়ে বসতে চলেছে। হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। আরও ৩-৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। কলকাতার পারদ নেমে যেতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে। বীরভূম-বাঁকুড়াতে ৯ ডিগ্রিতে নামতে পারে। ৩০ ডিসেম্বর পর্যন্ত এমনই থাকবে ঠান্ডার হাল। আবহাওয়া থাকবে শুষ্ক। সকালের দিকে কুয়াশার দাপট। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিঙের পাহাড়ি এলাকায় ৩ ডিগ্রি। আলিপুরদুয়ারে ৮ ডিগ্রির কাছাকাছি। বাকি জেলাগুলিতে ১০ থেকে ১১ ডিগ্রি। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। আলিপুরদুয়ার, কোচবিহারে শীতল দিনের সতর্কতা। দিনের তাপমাত্রা ১০ ডিগ্রিতে থাকবে।