ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এই দুর্যোগ। শনিবার, ২৫ অক্টোবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অগ্রসর হচ্ছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। ২৬ সেপ্টেম্বর পরিণত হবে গভীর নিম্নচাপে। ২৭ অক্টোবর ঘূর্ণিঝড়। ২৮ অক্টোবর ঢুকবে স্থলভূমিতে। তবে মন্থা কোথায় আছড়ে পড়বে তা এখনও জানা যায়নি। ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায়।