কনকনে ঠান্ডা। বইছে উত্তুরে হাওয়া। এবার দোসর গভীর নিম্নচাপ! আজ্ঞে হ্যাঁ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ। যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ত্রিপুরা সংলগ্ন এলাকায় সক্রিয় ঘূর্ণাবর্ত। দুইয়ের ফলে উত্তর-পশ্চিম ও উত্তরের দিক থেকে ঠান্ডা হাওয়া বইবে। ফলে ঠান্ডার কাঁপুনি আরও বাড়বে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। উত্তরবঙ্গেও স্বাভাবিকের চেয়ে কম থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি। কত দিন চলবে এমন আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন জাঁকিয়ে শীতের পাশাপাশি ভোরের দিকে কুয়াশা থাকবে। কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ এবং শৈত্যপ্রবাহের পরিস্থিতি। তারপর সামান্য বাড়বে তাপমাত্রা।