পুরীর মতোই এবার রথযাত্রা হবে দিঘায়। তৈরি তিনটি রথও। কয়েকদিন আগেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুরীর মতোই দিঘায় রথের রশিতে পড়বে টান। জগন্নাথ দেব, বলভদ্রদের ও সুভদ্রা দেবীর রথ তৈরি। ৩৬ চাকার তিনটি সুবিশাল রথ—নন্দঘোষ, তালধ্বজ ও দেবদলন।