মন্থার পর আবারও ঘূর্ণিঝড়! বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণিঝড়। এর কতটা প্রভাব পড়বে বাংলায়? মৌসম ভবন জানিয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপও তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এগোবে মায়ানমার ও বাংলাদেশ উপকূলের দিকে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী অন্যান্য এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে।