ক্যালেন্ডারে মে মাস। এই সময়টা থেকেই শুরু হয়ে যায় বর্ষার জন্য অপেক্ষা। কবে বারিধারায় সিক্ত হবে বঙ্গভূমি? সাধারণত ৪ জুন থেকে বর্ষার আগমন ঘটে এ দেশে। আবহাওয়া দফতর বলছে, এ বছর অনেক আগে থেকে শুরু যেতে পারে মৌসুমী বায়ুর গতিবিধি।