চলতি বছর ভুগিয়েছে বর্ষা। দেশজুড়েই ধস, হড়পা বান, মেঘভাঙা বৃষ্টি। আর বৃষ্টি তো থামছেই না। জুলাই মাসে রেকর্ড বর্ষণ। পুজোর ঠিক আগে কলকাতা পরিণত হয়েছিল ভেনিসে। বর্ষায় তিতিবিরক্ত আমআদমি। বর্ষাবিদায় কবে? সুখবর দিল দেশের মৌসম ভবন।