'মেয়েটার শরীরে কোনও কাপড় ছিল না। পা দুটো আলাদা আলাদা ছিল। পেলভিক না ভাঙলে এভাবে পা চেরা যায় না'। আরজি কর-কাণ্ডে নির্যাতিতাকে প্রথমবার যেভাবে দেখেছিলেন প্রতিবেশী মহিলা।