এবারের শীতে রক্ষে নেই! পড়তে চলেছে হাড় কাঁপানো ঠান্ডা। কারণ লা নিনা এফেক্ট। মৌসম ভবন ও মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের পূর্বাভাস, গত কয়েক বছরে সবচেয়ে কড়া শীত পড়তে পরবে ২০২৫ সালে।