'বারুইপুরে মহিলাদের দিকে অঙ্গভঙ্গি করছিল বাপন গাজি, রোহিঙ্গা। বিজেপি কর্মীদের ৪৬-এর গ্রেট ক্যালকাটা কিলিংসের হুমকি দিচ্ছিল। সেদিন গোপাল পাঁঠা ছিলেন। সেদিন সাইজ করেছিলেন গোপালবাবু, এখনও সাইজ করার লোক তৈরি হচ্ছে'। অভিযোগ শুভেন্দু অধিকারীর।