ফের সুকান্ত-শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার শ্রীরামপুর নয়, ডানকুনি। এদিন বিজেপির দুই নেতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কল্যাণ বলেন, 'নোটিশ দিয়ে ডানকুনিতে আসতে বলো। বাড়ি ফিরে যেতে পারে কিনা আমি দেখব। ওর বাবা অমিত শাহ কী করে ফেরত নিয়ে যায় দেখব। সিআইএসএফ ছড়া আয়। সুকান্ত তুই আয়, শুভেন্দু আয়।'