কয়েকদিন ধরে বৃষ্টি নেই। আকাশে রোদ। সেই সঙ্গে গরম। তাহলে কি বর্ষা রাজ্য থেকে পাততাড়ি গোটাল? না। এখনই বৃষ্টির বিদায় হচ্ছে না! চলতি সপ্তাহেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে বৃষ্টি শুরু। দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। কোন কোন জেলায়? - উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।