বুধবার সকালে ঝমঝমিয়ে বৃষ্টি। কালো মেঘে ঢাকা আকাশ। পুজোর বাজার কি মাটি করে বৃষ্টি? আবহাওয়া অফিসের পূর্বাভাসে অন্তত তেমনই সঙ্কেত। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। গত দেড় মাসে এটি ১৩ নম্বর। বুধবার ৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ঝড়বৃষ্টি। শুক্রবার বর্ষণ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।