পুজোর আবহাওয়া ঘিরে ঘোর অনিশ্চয়তা। একদিকে যখন দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার খবর আসছে। অন্যদিকে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। তাহলে কি পুজোতেও রেহাই নেই বৃষ্টি থেকে ? মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী মহালয়ার পর থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।