মঙ্গলবার ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, এই পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেইমতো সোমবার রাত থেকেই বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টির দাপট, সঙ্গে বজ্রপাতও চলেছে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনায়। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় এই পরিস্থিতি চলবে।