বেশ কিছুটা অগ্রসর হল বর্ষা। দক্ষিণ বঙ্গোপসাগর অতিক্রম করে ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের ঢুকছে মৌসুমী রেখা। ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের বেশ কিছুটা অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। সম্ভবত আগামী ২৬ থেকে ২৭ তারিখের মধ্যে কেরলের ঢুকে পড়বে বর্ষা। অন্যদিকে আমাদের রাজ্যে সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টি।