শীতের দাপটে কাঁপছে বাংলা। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জায়গায় এখনও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি নীচেই রয়েছে। কতদিন এমন ভাবে ঠান্ডায় জবুথবু হয়ে থাকতে হবে রাজ্যবাসীকে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নীচেই থাকবে পারদ। জাঁকিয়ে শীতের পাশাপাশি ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে বেশির ভাগ জেলায়। আপাতত শৈত্য প্রবাহ চলবে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলাতে। শীতল দিনের পরিস্থিতি আরও ছয় জেলায়। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। এবং আগামী সাতদিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের হবে না।