তছনছ পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। পিএসএলে পেশওয়ার ও করাচি ম্যাচ আজ রাত ৮টায়। তার আগেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রোন হামলা ভারতের। ভেঙেচুরে গিয়েছে স্টেডিয়ামের কাঠামো। ম্যাচ সরানো হয়েছে লাহোরে। এদিকে লাহোরে পাকিস্তানি এয়ার ডিফেন্স ড্রোন হামলায় অকোজে করে দিয়েছে ভারত। জরুরি বৈঠকে বসেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।