Advertisement

রাগ বেশি কার? মায়ের মতো কে? আজতক বাংলাকে কী বললেন ত্রমিলা | Tramila Bhattacharya | Aaj Tak

সম্প্রতি আজতক বাংলার টিম পৌঁছেছিল অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের বাড়িতে। ঘুরে দেখলো তাঁর বাড়ির অন্দরসজ্জা। বিভিন্ন জিনিস দিয়ে ঘর সাজানো। হাতে বানানো চকোলেট রয়েেছে। ত্রমিলা ভট্টাচার্য হলেন একজন ভারতীয় অভিনেত্রী, তিনি বাংলা এবং হিন্দিতে ফিকশন শো, ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে কাজ করছেন। তিনি 90 এর দশকে DD-7-এ বাংলা সিরিয়াল সিরিয়াল সীমা রেখাতে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। অভিনয় জগতে পা রেখেছিলেন বহুদিন আগে। একের পর এক হিট মেগা সিরিয়াল, নানান চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। বর্তমানে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’তে দেখা যাচ্ছে ত্রমিলাকে। ধারাবাহিকে কিঞ্জল চরিত্রে রাজদ্বীপের মায়ের ভূমিকায় ছিলেন ত্রমিলা। 'পয়মন্তী' নামের চরিত্রে অভিনয় করছেন তিনি।টেলি পর্দার পরিচিত মুখ অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে বাংলা টেলিভশন জগতের সঙ্গে যুক্ত তিনি। একের পর এক হিট ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে বাজিমাত করেছেন। ছোট পর্দার পাশাপাশি ওটিটিতেও কাজ করেছেন।বর্তামানে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’তে দেখা যাচ্ছে ত্রমিলাকে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সুস্মিতা দে। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা রাজদ্বীপ গুপ্ত। ধারাবাহিকে কিঞ্জল চরিত্রে রাজদ্বীপের মায়ের ভূমিকায় রয়েছেন ত্রমিলা। 'পয়মন্তী' নামের চরিত্রে অভিনয় করছেন তিনি।

Tramila Bhattacharya inteview

Advertisement