হইচইয়ের পক্ষ থেকে ডাকঘর সিরিজের টিজার সামনে নিয়ে আসা হয়েছে। ক্যাপশনে লেখা আছে, 'হইচই-এ আসছে এক নতুন পোস্টমাস্টার, তারই দায়িত্বে থাকবে এই ডাকঘর।' ছোট এই টিজার ছাড়াও হইচই তাদের ইনস্টাগ্রাম পোস্টে সুহোত্র ও দিতিপ্রিয়ার দুটি ছবিও শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লেখা রয়েছে, 'প্রেমের মরশুমে কিছু প্রেমের মুহূর্ত।'
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমী এখনও পর্যন্ত বলিউডের সর্বাধিক উপার্জনকারী সিনেমা। এই সিনেমা মুক্তির পরের ১০ দিন দারুণ পারফর্ম করেছে বক্সঅফিসে। সিনেমা প্রেমীদের মন এখনও জয় করে চলেছে 'পাঠান' সিনেমাটি। প্রথম শনিবারের পর দ্বিতীয় শনিবারও খুব ভালো ফল দেখা গিয়েছে বক্সঅফিসে।
শনিবার দুপুরে সিদ্ধার্থ মালহোত্রা জয়সলমেরে পৌঁছে যান সন্ধ্যাবেলাতেই। হবু বর পরেছিলেন একেবারে কালো পোশাক। তার সঙ্গে কালো রঙের টুপি ও সাদা রঙের স্নিকার্স। বিমানবন্দরে অভিনেতাকে পাপারাৎজিরা জিজ্ঞাসা করা করেন তাঁর কেমন অনুভূতি হচ্ছে এই বিয়ে নিয়ে? এর জবাবে সিদ্ধার্থ শুধু হাসি দিয়ে বুঝিয়ে দেন যে কিয়ারার সঙ্গে বিয়ে করে তিনি কতটা খুশি।
বাংলা নন-ফিকশন শোয়ের মধ্যে 'সারেগামাপা' (Sa Re Ga Ma Pa)-র জনপ্রিয়তার মাত্রা অন্য রকম। প্রতি সিজনে জি বাংলা খোঁজ করে সেরার সেরা প্রতিভাদের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একেবারে শেষ লগ্নে পৌঁছেছে গানের এই রিয়্যালিটি শো। ফাইনাল রাউন্ডে পৌঁছেছেন পদ্মাপলাশ হালদার, সোনিয়া গজমার, আলবার্ট কাবো, অস্মিতা কর, বিমান বুলেট সরকার এবং ঋদ্ধিমান বিশ্বাস। কার মাথায় উঠবে বিজয়ীর শিরোপা? কে হবে এই সিজনের চ্যাম্পিয়ন? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী ৫ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায়। দেখুন কী বলছেন ফাইনালিস্টরা।
ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী। শনিবার আগরতলা ৬ নম্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পাপিয়া দত্তকে সঙ্গে নিয়ে ভোট প্রচার করেন 'মহাগুরু'। ইন্দ্রনগর বাজার এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি। মিঠুনকে দেখতে রাস্তায় ভিড় জমে যায় সাধারণ মানুষের।
Subhashree Ganguly: সামনে আসছে আরও বেশ কয়েকটি কাজ। নায়িকা এখন ব্যস্ত শরীরচর্চায়। সোশ্যালে সেই ভিডিও শেয়ার করে রাজ ঘরণী দিলেন বিশেষ বার্তা।
Fatafati New Movie: প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ 'স্টপ বডি শেমিং' ঝড় উঠলেও, থামেনি এই সামাজিক ব্যাধি। বারবার বডি শেমিংয়ের শিকার হতে হয় অভিনেত্রীদেরও।
Binodini: Ekti Natir UpaKhyan Movie: গত সেপ্টেম্বর মাসে 'বিনোদিনী:একটি নটীর উপাখ্যান' ছবির প্রথম লুক সামনে আসে। বলাই বাহুল্য, ছবির খবর চাউর হতেই, বাকি চরিত্রে কাদের দেখা যাবে, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন নুসরত জাহান। ব্যক্তিগত জীবন থেকে তাঁর সোশ্যাল লাইফ সবটাই চর্চার কেন্দ্রে থাকে সবসময়। তবে এবার নুসরতকে দেখা গেল একেবারে অন্য অবতারে। তাঁর রূপের জৌলুসে চোখ পুড়ে যাওয়ার জোগাড়।
'সারেগামাপা' (Sa Re Ga Ma Pa)-র জনপ্রিয়তার মাত্রা অন্য রকম। প্রতি সিজনে জি বাংলা খোঁজ করে সেরার সেরা প্রতিভাদের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একেবারে শেষ লগ্নে পৌঁছেছে গানের এই রিয়্যালিটি শো। গ্র্যান্ড ফিনালেতে অতিথি হয়ে হাজির থাকবেন সঙ্গীতশিল্পী কুমার শানু ও সোনু নিগম। ফাইনাল রাউন্ডে পৌঁছেছেন পদ্মাপলাশ হালদার, সোনিয়া গজমার, আলবার্ট কাবো, অস্মিতা কর, বিমান বুলেট সরকার এবং ঋদ্ধিমান বিশ্বাস। কার মাথায় উঠবে বিজয়ীর শিরোপা? কে হবে এই সিজনের চ্যাম্পিয়ন? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী ৫ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায়। সঙ্গীতের মহারথীরা কী বলছেন ফিনালে নিয়ে? দেখুন 'সারেগামাপা'-র গ্র্যান্ড ফিনালের আগাম ঝলক।
প্রেমের মরশুম শুরু হয়ে গিয়েছে। শীতের ঠাণ্ডা আবহেও শোনা যাচ্ছে কোয়েলের কুহু কুহু ডাক। ভ্যালেন্টাইন্স ডে আর মাত্র কিছুদিন পরই। আর তার আগেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের রোম্যান্টিক ছবি দিয়ে নেট দুনিয়া সরগরম করলেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রুদ্রজিৎ মুখোপাধ্যায়ও প্রমিতা চক্রবর্তী।