scorecardresearch
 

মনোরঞ্জন

ঋতব্রত মুখোপাধ্যায়

আমি স্টারকিড নই, আমার বাবা স্টার নন: ঋতব্রত

04 Jun 2023

Rwitobroto Mukherjee: সদ্যই সাবাশ ফেলুদা সিরিজে তোপসে চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। শিশুশিল্পী হিসাবেই বাংলা সিনেমায় হাতেখড়ি হওয়া ঋতব্রত এখন যথেষ্ট পরিচিত এক মুখ। থিয়েটার থেকে শুরু করে সিনেমা সবেতেই তাঁর অভিনয় দর্শকদের মন জয় করছে।

শোকাতুর নুসরত-যশ ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

যশ-নুসরত এখন ভীষণভাবে 'Unhappy' , শোকের ছায়া তারকা জুটির জীবনে

04 Jun 2023

Nusrat Jahan-Yash Dasgupta: খারাপ সময় থেকে ভালো সময়, অবসরে অথবা কাজের ব্যস্ততার মাঝে এর সঙ্গেই দিন কাটাতেন নুসরত ও যশ। তাই আচমকা তার চলে যাওয়াকে কিছুতেই মানতে পারছেন না নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। নুসরত-যশের কাছে সে ছিল একেবারে সন্তানসম। তাই তাদের পোষ্য হ্যাপির মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন এই তারকা জুটি। নায়ক-নায়িকার পোষ্য প্রেমের কথা অনুরাগীদের অজানা নয়।

'রাজের বউ, আর শুনতে চাই না', তালাক চাইলেন পরীমনি

04 Jun 2023

আলোচনায় কেন্দ্রে স্ত্রী পরীমনির সঙ্গে রাজের সম্পর্ক এখন কোন পর্যায়ে। ভিডিও ফাঁসের ঘটনায় সংবাদমাধ্যমে রাজ-পরী দুজনের পক্ষ থেকেই এসেছে নানা বক্তব্য। যেখানে অনেকটাই স্পষ্ট এই তারকা দম্পতির সম্পর্কে বড়সড় ফাটল ধরেছে।

ক্লাস সেভেন থেকে আলাপ, কীভাবে শুরু শ্বেতা-রুবেলের প্রেম ? PHOTOS

04 Jun 2023

Shweta-Rubel Love story: জমিয়ে প্রেম করছেন ছোটপর্দার চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। যমুনা ঢাকির শ্যুটিংয়ের সময় থেকেই তাঁদের মধ্যে প্রেম শুরু হয়। তবে শ্বেতা বা রুবেল কেউই এই সম্পর্কের কথা প্রথমে প্রকাশ্যে নিয়ে আসতে চাননি। বরং সিরিয়াল শেষ হওয়ার পরই তাঁদের এই সম্পর্কে সিলমোহর দেন তাঁরা।

ক্যানসারে আক্রান্ত চিরঞ্জীবী?

ক্যানসারে আক্রান্ত চিরঞ্জীবী? যা জানালেন দক্ষিণী সুপারস্টার

04 Jun 2023

Chiranjeevi: কিছুদিন আগেই রামচরণের বাবা চিরঞ্জীবীকে নিয়ে খবর আসে যে তিনি নাকি ক্যানসারে আক্রান্ত হন এবং চিকিৎসার কারণে তিনি বেঁচে যান। এই খবর সামনে আসা মাত্রই অভিনেতার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পাঠানের পর সলমনের ছবি মুক্তি পাবে বাংলাদেশে

পদ্মাপারে শাহরুখ-সলমনের লড়াই, কে জিতবেন?

04 Jun 2023

Salman Khan Movie Release in Bangladesh: প্রায় বহুদিনের খরা কাটিয়ে বাংলাদেশে এক এক করে মুক্তি পাচ্ছে হিন্দি সিনেমা। গত ১২ মে শাহরুখ খানের কামব্যাক সিনেমা পাঠান মুক্তির মাধ্যমে সেই খরা কেটেছে। শাহরুখের পর এবার সলমন খানের ছবি কিসি কা ভাই কিসি কা জান ছবিও মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

এবার কার গলায় মালা দিলেন সুদীপ্তা?

ফের বিয়ে করলেন সুদীপ্তা, সৌম্যকে ছেড়ে কার গলায় মালা দিলেন?

04 Jun 2023

Sudipta Banerjee: মে মাসের গোড়ার দিকেই স্মিতা বক্সীর ছেলে সৌম্যর সঙ্গে সাতপাকে বাধা পড়েন সোহাগ জল সিরিয়াল খ্যাত বেণী বৌদি তথা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। এখনও নতুন বিয়ের গন্ধ গা থেকে যায়নি আর তারই মাঝে ফের বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী। তবে এবার পাত্র কিন্তু আলাদা।

আদৃতের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললনে কৌশাম্বী

আদৃতের সঙ্গেই চলছে প্রেম, রচনার কাছে স্বীকার কৌশাম্বীর

04 Jun 2023

Kaushambi-Adrit: মিঠাই সিরিয়ালের শেষ পর্বের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। সিরিয়ালের কলা-কুশলীরা ব্যস্ত হয়ে গিয়েছেন অন্যান্য প্রজেক্ট নিয়ে। তবে এই মিঠাই সিরিয়াল থেকে শুরু হওয়া প্রেমপর্ব এখন টেলিপাড়ার সবচেয়ে চর্চিত বিষয়। এই সিরিয়ালের নন্দা চরিত্রে অভিনয় করা কৌশাম্বী চক্রবর্তী ও উচ্ছেবাবু তথা আদৃত রায়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও তা দুজনের কেউই মুখ ফুটে স্বীকার করতে রাজি নন।

সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেললেন স্বস্তিকা দত্ত

আলুথালু শার্ট, শরীরী আবেদনে সোশ্যালে ঝড় তুললেন স্বস্তিকা

03 Jun 2023

Swastika Dutta: টেলিভিশন তথা টলিউডের এখন পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। নিজের অভিনয়ের জোরে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে জায়গা পাকা করে নিয়েছেন। অভিনেত্রী প্রায়ই কোনও না কোনও কারণে চর্চিত হয়ে থাকেন। সদ্য ব্রেকআপ হয়েছে স্বস্তিকার। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিন বছরের সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী।

বাস্তবেও জুটি সোম- তোর্সা? নেটিজেনদের মন্তব্যে যা বললেন ধ্রুব-তন্বী...

03 Jun 2023

গত বুধবার ছিল 'মিঠাই'-র শেষ শ্যুট। শেষ দু'দিনের শ্যুটিংয়ে হাজির ছিলেন ধারাবাহিক ও অভিনেতাদের বিপুল সংখ্যক অনুগামীরা। সিদ্ধার্থ- মিঠাই ছাড়াও ধারাবাহিকের অন্যান্য জুটিরাও দারুণ জনপ্রিয়। যার মধ্যে সোম ও তোর্সার ফ্যানেদের তালিকা অনেকটাই লম্বা। শুরুতে ধূসর হলেও, ক্রমে ইতিবাচক চরিত্র দেখা যায় দু'জনের। জুটিকে দেখে নেটিজেনদের অনেকেই ভাবতে শুরু করেছিলেন, বাস্তবেও সম্পর্কে রয়েছেন তাঁরা। এরকম মন্তব্যে প্রতিক্রিয়া কী 'সোমসা'-র? 'মিঠাই'-র নস্ট্যালজিয়া থেকে পরবর্তী কাজ নিয়ে bangla.aajtak.in-র সঙ্গে আড্ডা দিলেন অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার ও তন্বী লাহা রায়।

রুকমা রায়ের নতুন সিরিয়াল আসতে চলেছে

রাহুলকে ছাড়া এই প্রথম 'রূপসাগরে মনের মানুষ'-এর খোঁজে রুকমা

03 Jun 2023

Rooqma Roy: দেশের মাটি ও লালকুঠি সিরিয়ালের পর বহুদিন বিরতিতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়। তবে এবার অভিনেত্রীর সুখের দিন শেষ হল। ফের শ্যুটিংয়ে ছোটার তোড়জোড় করতে হবে রুকমাকে। কারণ আবারও তিনি ফিরতে চলেছেন ছোটপর্দায়।