এক তৃণমূল (TMC) কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। মঙ্গলবার পূর্ব বর্ধমান (East Burdwan)-এর মঙ্গলকোট (Mangalkote) এমনই অভিযোগ উঠেছে। তাঁর পরিবার এবং শাসকদলের দাবি, এই ঘটনা ঘটিয়েছে বিজেপি (BJP)। তারা সেই অভিযোগ অস্বীকার করেছে।
পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন এক দম্পতি। মঙ্গলবার দামোদর (Damodar) নদে ঝাঁপ দেন তাঁরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তাঁরা দুর্গাপুর (Durgapur)-এ বেসরকারি সংস্থার কর্মী ছিলেন।
পারিবারিক অত্যাচারের জেরে মা-মেয়ে আত্মঘাতী হলেন। মঙ্গলবার এমনই অভিযোগ উঠেছে। অভিযোগ, তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা তাঁর ওপর অত্যাচার চালাতেন। আর তা সহ্য করতে না পেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। উত্তর ২৪ পরগনা জেলার বেলঘড়িয়ার ঘটনা।
দিল্লির কৃষকদের পাশে থাকতে বামেদের ডাকে কলকাতায় কৃষক সংহতি প্যারেড। হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই প্যারেডে পা মিলিয়েছে কংগ্রেসও। উপস্থিত বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, প্রদীপ ভট্টাচার্যের মতো নেতৃত্ব। দিল্লিতে কৃষি আইনের বিরোধিতা কংগ্রেস আজ বিধান ভবন থেকে মৌলালী পর্যন্ত রেলি করেন রেলের শেষে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।
প্রজাতন্ত্র দিবসের দিন রাজভবনে চা-চক্রে একই মঞ্চে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে। ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে চূড়ান্ত মতবিরোধ দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের। তবে প্রজাতন্ত্র দিবসের দিন একই মঞ্চ ভাগ করে নিলেন দুজন। একই সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা গেল ধনখড় ও মমতাকে।
বালুরঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র পোস্টার নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। জানা গিয়েছে, ওই পোস্টারে ওপরের দিকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। আর তার নিচে কয়েকজন বাঙালি মনীষীর ছবি। বালুরঘাট (Balurghat)-এর বিজেপি (BJP) সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)-এর নামে ওই পোস্টার লাগানো হয়েছে।
সোনারপুর হরিনাভিতে বিজেপির পার্টি অফিস উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপির দুই পক্ষের মধ্যে মারপিট। মারধর হাতাহাতি খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনে। ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ। পার্টি অফিসের ভিতরে দিলীপ ঘোষ ও জেলা সভাপতি। বাহিরে প্রচুর অনুগামী। এলাকায় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকেই কেন্দ্রের বিজেপি সরকার কে উৎখাত করার আহবান জানালেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি সুব্রত বক্সী। আজ সকালে তৃণমূল ভবনে প্রজাতন্ত্র দিবসের এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, এক ঝাঁক মনীষীদের আত্মবলিদান এর মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। একটা স্বাধীন রাষ্ট্র পরবর্তী পর্যায়ে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক পরিকল্পনা কিভাবে পরিচালিত হবে তার জন্য ভারতবর্ষের মাটিতে ড: বি আর আম্বেদকর কে সামনে রেখে রচিত হয়েছিল ভারতের সংবিধান কমিটি।
কৃষি আইন বাতিল ও দিল্লীতে কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অভিনব ট্রাক্টর মিছিলের সাক্ষী থাকলো বাঁকুড়া। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে সিপিএম নেতা ও প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্রের নেতৃত্বে এই মিছিলে অংশ নেন অসংখ্য বাম-নেতা কর্মী। শতাধিক ট্রাক্টর সঙ্গে হাজারো বাইক এদিনের মিছিলে অংশ নিয়েছিল বলে সিপিএম সূত্রে দাবি করা হয়েছিল। প্রসঙ্গত, এক সময়ের 'লাল দূর্গ' হিসেবে পরিচিত তালডাংরা বিধানসভা কেন্দ্রটি ২০১৬ সালে হাতছাড়া হয় সিপিএমের। এবার ২০২১ এর বিধানসভা নির্বাচনে সেই কেন্দ্র পূনঃরুদ্ধারে উঠে পড়ে লেগেছে সিপিএম। প্রায় ৫ বছর পর এদিন লালঝাণ্ডার মিছিলে অসংখ্য সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেল। এদিন ভেদুয়ায় এই মিছিল শুরু হয়ে ভেদুয়া-বিবড়দা, হাড়মাসড়া, হাসাপাথর, তালডাংরা দিয়ে গিয়ে পাঁচমুড়ায় শেষ হয়।
কৃষি আইন বাতিল ও দিল্লীতে কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অভিনব ট্রাক্টর মিছিলের সাক্ষী থাকলো বাঁকুড়া। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে সিপিএম নেতা ও প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্রের নেতৃত্বে এই মিছিলে অংশ নেন অসংখ্য বাম-নেতা কর্মী। শতাধিক ট্রাক্টর সঙ্গে হাজারো বাইক এদিনের মিছিলে অংশ নিয়েছিল বলে সিপিএম সূত্রে দাবি করা হয়েছিল। প্রসঙ্গত, এক সময়ের 'লাল দূর্গ' হিসেবে পরিচিত তালডাংরা বিধানসভা কেন্দ্রটি ২০১৬ সালে হাতছাড়া হয় সিপিএমের। এবার ২০২১ এর বিধানসভা নির্বাচনে সেই কেন্দ্র পূনঃরুদ্ধারে উঠে পড়ে লেগেছে সিপিএম। প্রায় ৫ বছর পর এদিন লালঝাণ্ডার মিছিলে অসংখ্য সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেল। এদিন ভেদুয়ায় এই মিছিল শুরু হয়ে ভেদুয়া-বিবড়দা, হাড়মাসড়া, হাসাপাথর, তালডাংরা দিয়ে গিয়ে পাঁচমুড়ায় শেষ হয়।
ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। কোনও দলও প্রার্থী ঘোষণা করেনি। তবে বাঁকুড়া (Bankura)-র তালডাংরা (Taldangra)-য় তৃণমূল থেকে বিজেপি (BJP)-তে যোগ দেওয়া জয়ন্ত মিত্র (Jayanta Mitra)-র সমর্থনে পড়ল পোস্টার। সেখানে বলা হয়েছে, ওই কেন্দ্রের প্রার্থী হচ্ছেন তিনি। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল লাগিয়েছে ওই পোস্টার।