ফেব্রুয়ারির শেষ দিক থেকে যে গরম শুরু হয়েছিল, তার থেকে বেশকিছুটা স্বস্তি দিয়েছে গত কয়েকদিনের বৃষ্টি। বেশকিছুটা নেমেছে তাপমাত্রাও। আজ কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।
সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা (Sagardighi By Election Result 2023) জেতা আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই আসনে জয়ী হয় তৃণমূল প্রার্থী সুব্রত সাহা। কিন্তু তাঁর মৃত্যুর পর, সেই আসনে উপনির্বাচন হয়। তাতে জয়ী হন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সূত্রের খবর, তারপর থেকেই সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে শুরু করেছে তৃণমলের অন্দরে। পরাজয়ের কারণ জানতে, একটি কমিটিও গড়ে দেন তৃণমূল নেত্রী।
DA Protest : সম্প্রতি ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে একাধিকবার 'বিতর্কিত' মন্তব্য করেন ফিরহাদ। তা নিয়ে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হন। তার আঁচ পায় তৃণমূল কংগ্রেসও।
পোস্ত কেনার সামর্থ এখন বহু নিম্ন মধ্যবিত্ত পরিবারের নেই। এ রাজ্যে পোস্তর দাম প্রতি কেজি দুই হাজার টাকা। দাম বৃদ্ধির পিছনে আরও অনেক কারণ থাকলেও পোস্ত চাষের কড়াকড়িতেই চাহিদার তুলনায় জোগান কম। আর তাতেই রাজ্যে বাড়ছে দাম।
আজ সোমবার ও মঙ্গলবার কলকাতায় ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
তদিন নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল TMC ঘনিষ্ঠ নেতা-নেত্রীদের। এবার চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল সিপিআইএম'এর যুব নেতার বিরুদ্ধে। 9 লক্ষ টাকা নিয়ে ভুয়ো নিয়োগ পত্র দেয়ার অভিযোগ সিপিআইএম' নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুব নেতার সজল ভদ্র সিপিআইএম-এর যুব সংগঠনের বাগদা লোকাল কমিটির সদস্য। শনিবার তার বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ করেছেন রামনগর এলাকার বাসিন্দা তন্ময় বিশ্বাস নামে এক যুবক। অভিযোগকারী তন্ময় জানায়, খাদ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে মাস খানেক আগে তাঁর থেকে 9 লক্ষ টাকা নেয় সিপিএম নেতা।
আসানসোলে কম্বল বিতরণের ঘটনায় ধৃত BJP নেতা জিতেন্দ্র তিওয়ারির পাশেই দাঁড়ালেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার, 19 মার্চ পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের কৃষ্টি প্রেক্ষাগৃহে আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক সভায় অংশ নিতে আসেন বিজেপি নেত্রী। এদিন তিনি মন্তব্য করেন, আসানসোলে কম্বল বিতরণের পর পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু দুর্ভাগ্যজনক। কিন্তু ঘটনাস্থলে পুলিশ থাকলে এই ধরনের ঘটনা এড়ানো যেত। তাঁর মতে জিতেন্দ্র তিওয়ারি সমাজসেবা করতেই গিয়েছিলেন। পাশাপাশি লকেট জানান, TMC-র দুর্নীতিকে হাতিয়ার করেই আসন্ন পঞ্চায়েত ভোটে BJP লড়বে।
নাম না করে এবার চাকরি দুর্নীতিতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) । রবিবার দুপুরে কোচবিহার রবীন্দ্রভবনে তৃণমূলের সংখ্যালঘু সেলের কোচবিহার জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন বলেন, ‘ইডি আমাকে ডাকুক। সিবিআই আমাকে ডাকুক। আমি বলবো ওর চাইতে বড় চাকরি চোর এই জেলায় কেউ নেই। এই কেন্দ্রীয় মন্ত্রীর মতো চাকরি চোর আর কেউ নেই।’ নাম না করলেও উদয়নের ইঙ্গিত যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রতি তা পরিষ্কার।
ফের শিশুমৃত্যু বিসি রায় হাসপাতালে । জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি ছিল পাঁচ মাসের এক শিশু ৷ রবিবার বিকেল চারটে নাগাদ মৃত্যু হয় তার। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়। মৃত শিশুকে কোলে নিয়ে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবার গ্রফতার করা হল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীলকে। প্রায় ৩৭ ঘণ্টা তার সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নাম্বার বাড়ির গ্রাউন্ড ফ্লোরের অফিসে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয় অয়ন শীলকে । অয়ন শীলকে গ্রেফতার করে ইডি আধিকারিক। ইডি সূত্রে জানা যাচ্ছে ৬০ থেকে ৭০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি অয়ন শীলের কাছে ছিল। শুধু হুগলি নয়, আশপাশের বেশ কিছু পুরসভার নিয়োগ সংক্রান্ত নথিও মিলেছে।
গত বৃহস্পতিবার রাতে মরসুমের প্রথম বৃষ্টি পেয়েছে কলকাতা। তার পর থেকেই শহরের আকাশের মুখ ভার ছিল। রবিবার মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। শহরের কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সোমবারও। কলকাতার ক্ষেত্রে এমন আবহাওয়া থাকতে পারে ২২ মার্চ পর্যন্ত। তবে ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে কলকাতার আবহাওয়া শুকনো থাকবে।