২০১৯ সালে হু হু দৌড়েছিল BJP-এর বিজয় রথ। BJP-এর ইতিহাসে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ভোট পেয়েছিল। তাদের ঝুলিতে গিয়েছিল প্রায় ৪০ শতাংশ ভোট। জিতেছিল ১৮টি আসন। তারপরই অনেকে ভাবতে শুরু করেছিলেন যে এবার বোধহয় বিজেপি চলে এল ক্ষমতায়। সেই মতো রাজনৈতিক প্রচারও চলছিল। যদিও বিজেপি-এর পরিকল্পনা মাফিক এগয়নি ২০২১ সালের বিধানসভা ভোট। সেই ভোটে তাদের ভোটের শতাংশ প্রায় ৩৮ শতাংশে নেমে আসে। উল্টে বেড়ে যায় তৃণমূলের ভোট। যার ফলে মাত্র ৭৭-এ আটকে যায় বিজেপি।