Dev Viral Video: একগাল দাড়ি, উস্কো- খুশকো চুলে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দেব! ব্যাপারটা কী?

Dev Viral Video: নেটপাড়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই রীতিমতো  হইচই পড়ে যায় অনুরাগীদের মধ্যে। প্রশ্ন উঠছে, হঠাৎ এভাবে- এই রূপে কেন রয়েছেন তিনি? 

Advertisement
একগাল দাড়ি, উস্কো- খুশকো চুলে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দেব! ব্যাপারটা কী?  দেব

সদ্য অভিনেতা দেবের ১৮ বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে। বিশেষ দিন উপলক্ষে দিনভর সেলিব্রেশনও চলেছে কাজের ফাঁকে ফাঁকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একগাল দাড়ি, উস্কো- খুশকো চুলে, একেবারে সাধারণ রংচটা পোশাকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন টলিউড সুপারস্টার দেব। নেটপাড়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই রীতিমতো  হইচই পড়ে যায় অনুরাগীদের মধ্যে। প্রশ্ন উঠছে, হঠাৎ এভাবে- এই রূপে কেন রয়েছেন তিনি? 

একটু খোঁজ নিতেই পাওয়া গেল উত্তর। আসলে দেবের এই লুক, সবটাই পর্দার জন্য। নতুন ছবি 'টেক্কা'-র জন্য শ্যুটিং করছেন অভিনেতা- প্রযোজক তথা সাংসদ। শোনা যাচ্ছে, সম্প্রতি সেক্টর ফাইভের একটি অফিসের সামনেই দেবের নতুন ছবির শ্যুটিং সেট পড়েছিল। আর সেখানের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও শেয়ার করেছে দেবের এক ফ্যানক্লাব। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev FC ©️ (@devian.in)

 

সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় দেবর প্রযোজনায় আসছে 'টেক্কা'। এখবর এখন প্রায় সবারই জানা। দেব ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র। ইন্ডাস্ট্রিতে জল্পনা, এই ছবিতে দেখা যেতে পারে পরান বন্দ্যোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে। যদিও পরান - টোটা অভিনয়ের বিষয়টি এখনও নিশ্চিত করেনি নির্মাতা বা কলাকুশলীদের কেউ। 

 

'টেক্কা'-তে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। ছবির খবর চাউর হওয়ার পর থেকেই একের পর এক চমক আসছে। ফলে দেব- সৃজিতের এই ছবি ঘিরে দর্শকদের উৎসাহ ইতিমধ্যেই চরমে। এবার দেখার কার কোন কোন চরম অপেক্ষা করে আছে সকলের জন্য।  সব ঠিক থাকলে এবছর পুজোয় মুক্তি পাবে 'টেক্কা'। 
 

TAGS:
POST A COMMENT
Advertisement