Funny Viral Jokes: স্ত্রীর জন্মদিনে নেকলেস আনলেন স্বামী, তারপরের ঘটনা ভয়ঙ্কর!

Jokes in Bengali:যখন আমরা হাসি, খুশি থাকি, তখন আমাদের মানসিক চাপ চলে যায়, যা সুস্বাস্থ্যের জন্যও প্রয়োজনীয়। চিকিৎসা বিজ্ঞানের মতে, হাসি আমাদের শরীরে মেলাটোনিন নামক হরমোন নিঃসরণ করে, যার ফলে শান্তির ঘুম হয়। তাই এটা গুরুত্বপূর্ণ যে আমরা হাসতে থাকি। আপনাদের হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস। তো চলুন শুরু করা যাক হাসির জন্য জোকস পড়া।

Advertisement
  Funny Viral Jokes: স্ত্রীর জন্মদিনে নেকলেস আনলেন স্বামী, তারপরের ঘটনা ভয়ঙ্কর!প্রতীকী ছবি

Viral Chutkule in Bengali: হাসলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। প্রাণ খুলে হাসিকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

>স্ত্রী: কাল তো আমাদের বিবাহ বার্ষিকী।
স্বামী: আমাকে কী করতে হবে?
স্ত্রী: কিছু না, এই গোটা পঁচিশেক চিকেন রোস্টের ব্যবস্থা করলেই হবে।
স্বামী:পঁচিশ বছর আগের ভুলের জন্য আবার পঁচিশটা প্রাণী হত্যা করা কি ঠিক হবে?

>তুমুল ঝগড়া চলছে স্বামী-স্ত্রীতে। এক পর্যায়ে স্ত্রী ঠাস করে স্বামীর গালে এক চড় বসিয়ে দিল
স্বামী: এই চড়টা কি তুমি ইয়ার্কি করে মারলে? না সত্যি সত্যি মারলে?
স্ত্রী: সত্যি সত্যিই মেরেছি।
স্বামী: ঠিক আছে, ইয়ার্কি আমি আবার একদম পছন্দ করি না।

>স্বামী: দেখো তোমার ছেলে কীভাবে কাঁদছে। সকাল থেকে বায়না ধরেছে গাধার পিঠে চড়ে ঘুরবে। গাধা আমি কোথায় পাব?
স্ত্রী: তোমার পিঠে চড়িয়ে ঘুরাও। দেখবে কান্না থেমে গেছে।

>দম্পতির ঝগড়া হয়েছে।
স্ত্রী: আমি বাপের বাড়ি চলে যাচ্ছি।
স্বামী: এই নাও ভাড়া।
স্ত্রী: এতে তো ফেরার ভাড়া নেই।

>স্বামী: এই দেখো তোমার জন্মদিন উপলক্ষে এই নেকলেসটা এনেছি।
স্ত্রী: কিন্তু, আমিতো গাড়ি চেয়েছিলাম।
স্বামী: কী করব বলো, নকল গাড়ি যে পাওয়া যায় না।

>স্ত্রী: আর পারি না তোমার সংসার নিয়ে। আমার হাড্ডি কয়লা হয়ে গেল! এই সংসার আমি আর করব না!
স্বামী: এই নাও, গরম গরম লাড্ডু খাও!
স্ত্রী: আমাকে পটানোর চেষ্টা চলছে?
স্বামী: কী কয় পাগলি! ভালো কাজের আগে মিষ্টি মুখ করে নিতে হয়।

>স্বামী: আই লাভ ইউ!
স্ত্রী: আই লাভ ইউ টু! আমি তোমাকে এত ভালোবাসি... এত ভালোবাসি যে, পুরা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারি তোমার জন্য!
স্বামী: কিন্তু তুমি তো সারাক্ষণ আমার সঙ্গেই লড়াই করতে ব্যস্ত।
স্ত্রী: কারণ, আমার কাছে তুমিই হচ্ছে পুরো দুনিয়া!

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)
 

Advertisement

POST A COMMENT
Advertisement