Advertisement

TMC MLA Sudipto Roy এর বাড়িতে ফের CBI, RG Kar দুর্নীতিতে জড়িয়েছিল নাম

শুক্রবার দমদমের সভায় দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে হানা দিল সিবিআই। আরজি করের আর্থিক দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্তের। সুদীপ্তের সিঁথির বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে বাড়িতে তিনি ছিলেন না। কাছেই তাঁর নার্সিংহোমেও যান কেন্দ্রীয় তদন্তকারীরা। খতিয়ে দেন নথিপত্র। গত বছর সেপ্টেম্বরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সুদীপ্ত রায় আরজি কর রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন।

Advertisement
POST A COMMENT