Rahu Nakshatra Parivartan horoscope: এদিক-ওদিক থেকে টাকা আসবে, রাহুর কৃপায় বাম্পার লাভ ২ রাশির

জ্যোতিষ মতে, আগামী ৮ জুলাই মীন রাশির রেবতী নক্ষত্র ছেড়ে শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু। এর প্রভাবে কপাল খুলবে ২ রাশির জাতকদের। জেনে নিন...

Advertisement
এদিক-ওদিক থেকে টাকা আসবে, রাহুর কৃপায় বাম্পার লাভ ২ রাশির রাহুর কৃপায় কপাল খুলবে ২ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ৮ জুলাই অবস্থান বদলাবে রাহু।
  • শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু।
  • এর প্রভাবে কপাল খুলবে ২ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, আগামী ৮ জুলাই মীন রাশির রেবতী নক্ষত্র ছেড়ে শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু। এর প্রভাবে কপাল খুলবে ২ রাশির জাতকদের। জেনে নিন...

কুম্ভ রাশি (Aquarius): 
রাহুর কৃপায় শুভ প্রভাব পড়বে কুম্ভ রাশির জাতকদের। সব কাজে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। আচমকা অর্থলাভ হতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। 

মীন রাশি (Pisces): 
রাহুর রাশি পরিবর্তনে কপাল খুলবে মীন রাশির জাতকদের। ধনলাভের যোগ রয়েছে। কেরিয়ারে প্রচুর সাফল্য পাবেন। ব্যবসায় উন্নতি হবে। ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২২ জুন আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। সূর্যের এই নক্ষেত্রে প্রবেশের ফলে বিশেষ করে ৩ রাশির জাতকদের জীবন বদলে যাবে। উপকৃত হবেন সিংহ, মিথুন, তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, ২১ জুন খুবই শুভ হতে চলেছে। এই দিন লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি হবে। যার প্রভাবে কপাল খুলবে সিংহ, বৃশ্চিক এবং তুলা রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৩ জুন মিথুন রাশিতে উদিত হবে বুধ। আগামী ২৮ জুন মিথুন রাশিতে উদিত হবে শুক্রও। মিথুন রাশিতে দুই গ্রহের উদয়ে লাভের মুখ দেখবেন বৃষ, মিথুন এবং সিংহ রাশির জাতকরা। 
 

POST A COMMENT
Advertisement