scorecardresearch
 

Mahendra Singh Dhoni: ভক্তের মুখে হাসি ফোটালেন ধোনি, এক কাজে মন জিতলেন কোটি কোটি মানুষের

ফের ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। পাশে দাঁড়ালেন এক ভক্তের। মাহি অনুরাগীদের কাছে ধোনি ফের হলেন ভগবান। তাঁকে একবার দেখার জন্য, একবার ছোঁয়ার জন্য পাগল হয়ে যায় মাহির ভক্তকুল। আর এবার ভক্তের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যা মন কেড়েছে নেটিজেনদেরও।

Advertisement
ধোনির সঙ্গে সেই ভক্ত ধোনির সঙ্গে সেই ভক্ত

ফের ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। পাশে দাঁড়ালেন এক ভক্তের। মাহি অনুরাগীদের কাছে ধোনি ফের হলেন ভগবান। তাঁকে একবার দেখার জন্য, একবার ছোঁয়ার জন্য পাগল হয়ে যায় মাহির ভক্তকুল। আর এবার ভক্তের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যা মন কেড়েছে নেটিজেনদেরও।

ঘটনাটি ঘটে ২০২৪ আইপিএল-এ (IPL 2024)। সদ্য শেষ হওয়া আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স (Chennai Super kings vs Gujarat Titans) ম্যাচ চলাকালীন এক ভক্ত পুলিশের নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়েন। ছুটে যান ধোনির কাছে। সেখানেই সেই ভক্তের এক রোগের কথা জানতে পারেন মাহি। তারপর নিজের কাঁধেই তুলে নিলেন চিকিৎসার খরচ। যা জানিয়েছেন সেই অনুরাগী। এই নিয়ে সেই ভক্ত বলেন,  'আমি যখন মাঠে ঢুকি, তখন আমার পিছনে ছিলেন বেশ কয়েকজন বাউন্সার, পুলিশকর্মী। তাঁদের হাত থেকে মাহি স্যরই আমাকে রক্ষা করেন। আমি খুব হাঁপাচ্ছিলাম। জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম। মাহি স্যর আমাকে হাঁপাতে দেখে প্রশ্ন করেন, তুমি এত হাঁপাচ্ছ কেন? মাহি স্যরের প্রশ্নের জবাবে আমি বলি, আমার নাকে একটা সমস্যা রয়েছে। মাহি ভাই তখন আমাকে বলেন, তোমার কিছু হবে না। আমি থাকতে তোমার কোনও সমস্যা হবে না।'

এরপর তিনি আরও বলেন, 'আমি তোমার অস্ত্রোপচারের দায়িত্ব নিলাম। বাউন্সারদের হাত থেকেও ধোনি স্যর আমাকে রক্ষা করেছিলেন। আমার সঙ্গে ২১ সেকেন্ডের কথা হয়েছিল ধোনি স্যরের। ওটাই আমার জীবনের সেরা মুহূর্ত।' আর এই ভিডিও ভাইরাল হতেই মন কেড়েছে নেটিজেনদের। 

আরও পড়ুন

২০২৪ আইপিএল-এ চেন্নাইয়ের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মাহি। চোটের জন্য শুরুর দিকে ব্যাটও করতেও নামেননি তিনি। তবে এখনও ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানাননি ধোনি। তাঁর অবসর নেওয়া নিয়ে নানা জল্পনাও শুরু হয়ে গিয়েছে। ভক্তরা এখনও তাঁকে ব্যাট হাতে দেখার জন্য পাগল। 

Advertisement

TAGS:
Advertisement