Advertisement

Albania AI Minister: মন্ত্রীর টাকা খাওয়ার দিন শেষ! দেখুন AI অ্যাঙ্করের পর প্রথম AI মন্ত্রী ডায়েলাকে!

কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। গোটা বিশ্বজুড়ে চলছে এই কৃত্তিম বুদ্ধিমত্তার রমরমা বাজার। এমনকী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজের কোর্সেও আনা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। এই কৃত্তি বুদ্ধিমত্তার যুগে বিভিন্ন সংবাদমাধ্যমে আনা হয়েছে AI অ্যাঙ্কর। অবিকল মানুষের মতোই খবর পড়তে দেখা যায় এই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অ্যাঙ্করকে। কিন্তু তাই বলে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের সরকারি মন্ত্রীর কথা শুনেছেন কখনও? শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। এই প্রথম প্রথম একজন AI সরকারি মন্ত্রী নিযুক্ত হয়েছে। কিন্তু হঠাৎ করে AI মন্ত্রী ঘোষণার কেন প্রয়োজন পড়ল? জানা গিয়েছে দেশের অপরিসীম দুর্নীতি রোধ করার জন্যই নাকি এই সিদ্ধান্ত। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কোথায় এই AI-জেনারেটেড সরকারি মন্ত্রীকে নিযুক্ত করা হয়েছে। তাহলে শুনু আলবানিয়া সরকার এই অসাধ্য সাধন করেছে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা তাঁর মন্ত্রিসভায় ডিজিটাল মন্ত্রীর নাম ঘোষণা করেছেন।

Artificial intelligence appointed as government minister in Albania

Advertisement