Advertisement

Viral Elephant Video: আপনি কি হাতির ভিডিও দেখতে পছন্দ করেন? তাহলে এই ভিডিও মিস করবেন না

আপনি কি হাতির ভিডিও দেখতে পছন্দ করেন? তাহলে এই ভিডিও মিস করবেন না। এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, হাতির নানান কাণ্ডকারখানর মজার ভিডিও। কখনও দেখা যাচ্ছে হাতি নিজেই টিউবওয়েল পাম্প করে জল খাচ্ছে, তো কখনও ভাইরাল হয়েছে, বাসের ওপর হাতির তাণ্ডবের হাড় হিম করা ভিডিও। তবে এবার যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তা দেখে আপনার ভাল লাগবেই লাগবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মজার ভিডিও যেখানে দেখা যাচ্ছে একটি হাতি দোকানে ঢুকে প্রাণ ভরে মিষ্টি খাচ্ছে। আর এই মিষ্টি ভিডিও ভাইরাল হতেই তাতে অজস্র ভিউ হয়েছে। হাতির এই কাণ্ড অবাক করেছে নেটিজেনদের। জানা গিয়েছে এই ঘটনাটি গুয়াহাটির সাতগাঁও এলাকার। সম্প্রতি সাতগাঁও এলাকার একটি খাবারের দোকানে ঢুকে পড়েছিল হাতি। আর তারপর যা ঘটল তা দেখলে মজা পাবেন আপনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, দোকানে সুন্দর করে নানা রকমের মিষ্টি এবং বিস্কুট সাজানো ছিল। আর তা দেখে লোভ সামলাতে না পেরে শুঁড়ে দিয়ে খেতে শুরু করে। তবে যত না খাচ্ছে তার থেকে বেশি ফেলতে দেখা যাচ্ছে। তবে দোকান মালিকের কাগজে আগুন জ্বালাতেই ভয়ে শুঁড়ে করে কিছু খাওয়ার নিয়ে পালাতে থাকা। যদিও হাতিটি কারও ক্ষতি করেনি। আর এই মিষ্টি ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে। হাতির কাণ্ডকারখানা দেখে সকলেই অবাক।

Elephant Takes a 6 Km Stroll To Have Some Sweets and Biscuits From Local Shop in Guwahati, Video Goes Viral.

Advertisement