Advertisement

Lalu Prasad Yadav on Rahul Gandhi Marriage: দাড়ি কেটে বিয়ে করুন, আমরা বরযাত্রী যাব, রাহুলকে পরামর্শ লালুর

"এবার আমাদের কথা শুনে বিয়েটা করেই ফেল।" শুক্রবার ৫৩ বছরের রাহুল গান্ধীকে পরামর্শ দিলেন লালুপ্রসাদ যাদব। তিনি আরও বলেন, "দাঁড়ি বাড়িয়ে আর লাভ নেই। দাড়ি ছেঁটে বিয়ে করা উচিত। বিয়ের বয়স এখনও পেরিয়ে যায়নি।" যা শুনে অন্য নেতারাও হাসিতে ফেটে পড়েন। তারইমধ্যে রাহুলকেও কিছু বলতে দেখা যায়। তবে তিনি কী বলছিলেন, তা শোনা যায়নি।

Lalu Prasad Yadav Asks Rahul Gandhi to get Married

Advertisement
POST A COMMENT