Advertisement

Sandeshkhali News: শুনুন কোয়েলি সর্দারের সেই স্মৃতি, শাহজাহান সিরাজ কীভাবে কি কি করেছে!

কী ভয়ঙ্কর স্মৃতি! স্থানীয় বাসিন্দা কোয়েলি সর্দার ঘুরে দেখালেন নিজের জমি। সেখানেই ছিল তার ঘর বাড়ি। কিন্তু সব দখল হয়ে যায় TMC-র আমলে বলে অভিযোগ কোয়েলি সর্দারের। তাদের 15 বিঘা জমি দখল করেছে শাহজাহান সিরাজরা। মিথ্যা কেসে ফাঁসানো থেকে মহিলাদের অত্যাচার কোনো কিছুই বাদ জায়নি। 2021-এর বিধানসভা ভোটের পর বেড়েছে আরও অত্যাচার। পুলিশ কথা শোনেনি কিছু বললে বলেছে শাহজাহান সিরাজের কাছে যেতে। শুনুন সেই কালো ইতিহাস।

Sandeshkhali Womant Byte On Shahjahan Sheikh

Advertisement