Advertisement

'যাদের ইচ্ছে ছিল পাকিস্তান-বাংলাদেশ চলে গিয়েছে...', কাদের উদ্দেশে বললেন Mamata Banerjee ?

রাজ্যের ৩০ শতাংশ বিশেষ সম্প্রদায়, ২৬ শতাংশ তফসিলি উপজাতি এবং ৬ শতাংশ আদিবাসীদের নিয়ে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপনে অনুষ্ঠান এ কথা বলেন তিনি। ক্ষোভপ্রকাশ করে মমতা এদিন বলেন, "যদি আমাদের ৩০ শতাংশ কমিউনিটির লোক থাকে আমরা ঝগড়া করলে রোজ রাস্তা অবরোধ করে দেবে, কোম্পানি বন্ধ করে দেবে। রোজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবে। আমাদের প্রাণ ওষ্ঠাগত করে দেবে। এরকম ২৬ শতাংশ আমাদের তফশিলি জাতিও রয়েছে, ৬ শতাংশ আদিবাসীও রয়েছে। আদিবাসীদের ওপর একটা ছোট্ট কিছু হলেই, ট্রেন অবরোধ করে দেবে। উঠতে চায় না। আমি তো এরকম চাই না। আমি তো চাই, সবাই সবার মতো শান্তিতে থাকুক। কেউ কারওর বিষয়ে নাক গলাবে না।”

Mamata Banerjee Message to SC ST Community People

Advertisement
POST A COMMENT