Advertisement

ছাব্বিশে বাংলায় রাজনৈতিক লড়াই নয়, কেন বলছে BJP? 'সহ্যের সীমা' হুঁশিয়ারি মমতারও

২০২৬ সালের বিধানসভা ভোটের আগে একদিকে বিজেপি সরব পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদল নিয়ে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, 'সহ্যেরও একটা লিমিট থাকে।' বিজেপি-র জাতীয় জেনারেল সেক্রেটারি বিএল সন্তোষের বক্তব্য, 'বাংলা কোনও রাজনৈতিক লড়াইয়ের ময়দান নয়। আমাদের কাছে বাংলা মানব সভ্যতার লড়াই। ভারতকে বাঁচাতে বাংলাতে আমাদের জিততেই হবে। বাংলার জনবিন্যাসে বদল একটি বিরাট চ্যালেঞ্জ দেশের কাছে।' অন্যদিকে দুর্গা অঙ্গনের শিলান্যাসে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, 'অনেক সহ্য করছি। মনে রাখবেন, সহ্যেরও একটা লিমিট থাকে।' দেখুন।

Advertisement
POST A COMMENT