Advertisement

অনির্বাণ সিংহ রায়

TVTN

anirban.roy@aajtak.com

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি করা ছাত্র সাংবাদিকতা পেশায় রয়েছেন প্রায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। মিডিয়া সায়েন্স নিয়ে স্নাতক করেছেন ফিউচার মিডিয়া স্কুল থেকে। আর তারপর সেখান থেকেই কেরিয়ার শুরু মিডিয়ার। বড় প্রতিষ্ঠান ন্যাশানাল ব্রডকাস্টিং চ্যানেলে ইন্টারশিপের পাশাপাশি ন্যাশানাল ব্যান্ডের নিউজ পোর্টাল, টিভি ও নিউজপেপারে কাজ করেছেন অনির্বাণ সিংহ রায়। বিশেষ করে খেলাধুলোয় পারদর্শী তিনি। লেখার পাশাপাশি অ্যাঙ্কারিং, রিপোর্টিং ও টেকনিক্যাল ব্যাপারেও জ্ঞান আছে তাঁর।

Follow অনির্বাণ সিংহ রায় on:

  • All
Advertisement