দিল্লিতে জাল নথি বানিয়ে ৫ বাংলাদেশি নাগরিকের বসবাসের ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য হল পুলিশের হাতে। বনপথে বাংলাদেশিদের প্রথমে ভারতে অনুপ্রবেশে সাহায্য করা হত।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ভারত-বাংলাদেশের সুসম্পর্কও প্রশ্নের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিএসএফ। অনুপ্রবেশ রুখতে একাধিক কড়া পদক্ষেপ করা হচ্ছে। জানানো হল বিএসএফ-এর তরফে। এদিন সাংবাদিক সম্মেলনে সীমান্ত রক্ষী বাহিনীর এক আধিকারিক জানান, উন্নত তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। যে সব জায়গাতে কাঁটাতার নেই সেখানে টহলদারি বাড়ানো হয়েছে।
মুর্শিদাবাদের লালগোলায় গ্রেফতার এক বাংলাদেশি। ধৃতের নাম সোহেল রানা। তার বাড়ি বাংলাদেশের রাজশাহি জেলার গোদাগাড়ি। সোমবার লালগোলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাল আধার কার্ড বানানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই সোহেল চেন্নাই সহ বিভিন্ন যায়গায় শ্রমিকের কাজ করেছে।
বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে । হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয় মিনারুল শেখ ও মহম্মদ আব্বাস আলিকে। এই ঘটনা নিয়ে উত্তাল গোটা বাংলা। আর এসবেরে মাঝেই মুর্শিদাবাদ থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জাল আধার কার্ড তৈরি করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে সহায়তা করার অভিযোগে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।
শেখ হাসিনাকে নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। হাসিনাকে এখন দেশে ফেরত চাইছে বাংলাদেশ। এই নিয়ে কেন্দ্রের উপর ক্রমশ চাপ দিচ্ছে ইউনূস পরিচালিত সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাহায্য চেয়েছে তারা। এই পরিস্থিতিতে ভারত কী করবে?
ভারত-বাংলাদেশ উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ১২ জন মৎস্যজীবীকে মুক্তি দিল ডায়মন্ড হারবার জেল। মাছ ধরতে এসে ভারতের সীমানায় ঢুকে পড়েন বাংলাদেশের এই মৎস্যজীবীরা। মঙ্গলবার ডায়মন্ড হারবার জেল থেকে তাদের মুক্তি দেওয়া হয়েছে। কাকদ্বীপের বিডিও এবং কাকদ্বীপ থানার আইসির উপস্থিতিতে ডায়মন্ড হারবার সাব-সংশোধনাগার থেকে ১২ জন মৎস্যজীবীকে হস্তান্তর করা হয়।
বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা প্রকাশ করেছেন এবং বলেছেন যে বর্তমানে এই বিষয়ে নয়াদিল্লির কোনও মন্তব্য নেই। তিনি বলেন, "আমরা নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে একটি প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি মৌখিক নোট পেয়েছি।
'বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক, সরকার গোটা বিষয়টির উপর কড়া নজর রাখছে,' জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল ভার্মা। এদিন জম্মুতে একটি 'রোজগার মেলা'য় যোগ দেন তিনি। সেখানেই একথা বলেন।
হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে ভারত সরকারকে 'নোট বার্বল' পাঠানো হয়েছে বলে জানাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ৭৭ বছর বয়সী শেখ হাসিনা গত ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। তারপর থেকে ভারতেই আশ্রয়ে রয়েছেন।
২৩ ডিসেম্বর, সোমবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা। তবে পৌষমেলা এবার 'আন্তর্জাতিক' নয়। নেপথ্যে বাংলাদেশের সমস্যা ৷ ওপার বাংলার কোনও স্টল এবার আসেনি পৌষমেলায় ৷
দিল্লিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও কঠোর করা হয়েছে। বাইরের দিল্লি এলাকায় পরিচালিত এক তল্লাশি অভিযানে ১৭৫ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি, এদের কেউই বৈধ নথি ছাড়াই সেখানে বসবাস করছিলেন।