Advertisement

বাংলাদেশ

বাংলাদেশের 'অসভ্যতা'য় T20 বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, ঢাকায় প্রতিনিধি পাঠাচ্ছে ICC

বাংলাদেশের 'অসভ্যতা'য় T20 বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, ঢাকায় প্রতিনিধি পাঠাচ্ছে ICC

16 Jan 2026

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা অব্যহত। সেই সমস্ত সমস্যা মেটাতে দুই-তিন দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে চলেছে আইসিসি। এই বৈঠক হবে বাংলাদেশেই। উল্লেখ্য, বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ২০২৬ সালের T20 বিশ্বকাপের জন্য ভারতে খেলতে চায়নি।

মেয়েদের যৌন হেনস্থাও! 'ভারত-বিরোধিতা' করতে গিয়েই বাংলাদেশ ক্রিকেটের সব ফাঁস

মেয়েদের যৌন হেনস্থাও! 'ভারত-বিরোধিতা' করতে গিয়েই বাংলাদেশ ক্রিকেটের সব ফাঁস

16 Jan 2026

মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়া নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। আর সেই বিতর্কের জেরেই এবার ফাঁস হল বাগ্লাদেশ ক্রিকেটের কঙ্কালসার অবস্থা। বাংলাদেশের ক্রিকেটাররাই একাধিক অভিযোগ সামনে আনলেন। আর এই গোটা ঘটনা ঘটল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা নাজমুল ইসলাম। তিনি 'অপমান' করতেই, ফুঁসে উঠলেন ক্রিকেটাররা। বন্ধ হল বিপিএলও। দেখে নেওয়া যাক কোন পাঁচ সমস্যার কথা তুলে ধরলেন ক্রিকেটাররা।

'বৈষম্যবিরোধী' মুখোশ খুলে গেল NCP-র, কট্টরপন্থী জামাতদের সঙ্গে আসন ভাগ করল

'বৈষম্যবিরোধী' মুখোশ খুলে গেল NCP-র, কট্টরপন্থী জামাতদের সঙ্গে আসন ভাগ করল

16 Jan 2026

যেমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমনটাই হল। বাংলাদেশ ভোটের আগে আসন সমঝোতা করল জামাতই ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন বাংলাদেশ নির্বাচনে জামাতই ইসলামি ১৭৯টি আসনে লড়বে। আর ৩০টি আসনে লড়বে জুলাই-অগাস্ট ছাত্র আন্দোলনের পর তৈরি হওয়া এনসিপি।

বাংলাদেশ ক্রিকেটে বিরাট ডামাডোল, সরানো হল নাজমুল ইসলামকে

বাংলাদেশ ক্রিকেটে বিরাট ডামাডোল, সরানো হল নাজমুল ইসলামকে

15 Jan 2026

Bangladesh Cricket News: বিসিবি সূত্রের দাবি, সংস্থার কার্যনির্বাহী নিয়মের ৩১ নম্বর ধারা অনুযায়ী সভাপতির এই সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। বোর্ডের বক্তব্য, “সংগঠনের স্বচ্ছতা, কার্যকারিতা ও ক্রিকেটারদের মর্যাদা রক্ষাই আমাদের প্রথম লক্ষ্য।” এই পরিস্থিতিতে সকল পক্ষকে পেশাদারী আচরণ বজায় রাখারও অনুরোধ করা হয়েছে।

BPL-ও বন্ধের পথে, 'ভারত বিরোধিতা' করেই কাল হল বাংলাদেশ ক্রিকেটের?

BPL-ও বন্ধের পথে, 'ভারত বিরোধিতা' করেই কাল হল বাংলাদেশ ক্রিকেটের?

15 Jan 2026

ক্রিকেট খেলাই বয়কট করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা। ভারত বিরোধিতার পথে হাঁটতে গিয়ে নিজেদের দেশেই বিপাকে ক্রিকেট কর্তারা। এর মধ্যেই বাংলাদেশের প্রথম আলো সূত্রের খবর, ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদসহ বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে।

বিতর্কের মধ্যেই ফের মুখোমুখি ভারত-বাংলাদেশ, কবে কখন ম্যাচ?

বিতর্কের মধ্যেই ফের মুখোমুখি ভারত-বাংলাদেশ, কবে কখন ম্যাচ?

15 Jan 2026

ভারত-বাংলাদেশ ক্রিকেট বিতর্কের মধ্যেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে দুই দল। শনিবার জিম্বাবোয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ‘বি’ গ্রুপের ম্যাচ ঘিরে যে টানটান উত্তেজনা থাকবে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় লড়াইয়ে বিরাট তফাৎ থাকলেও, গত কয়েক বছর ধরে তা বেশ উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও আমেরিকার বিরুদ্ধে।

এবার বাংলাদেশ ক্রিকেটেই গৃহযুদ্ধ, নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে BCB?

এবার বাংলাদেশ ক্রিকেটেই গৃহযুদ্ধ, নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে BCB?

15 Jan 2026

বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক যেন থামছেই না। কিছুদিন আগেই প্রাক্তন ক্যাপ্টেন তামিম ইকবালকে 'ভারতের এজেন্ট' বোলার পর আবার বেফাঁস মন্তব্য শোনা গেল নাজমুল হোসেনের মুখ থেকে। যা নিয়ে বেশ ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর সঙ্গে দ্বন্দ্ব তো অনেক পরের ব্যাপার। এবার নিজেদের ঘরের লড়াই সামলাতে গিয়ে হিমশিম সে দেশের বোর্ড। নাজমুলের মন্তব্য তাঁর ‘নিজস্ব’ বলে দূরে সরে গিয়েছে বোর্ডও।

মুখেন মারিতং জগৎ! বিশ্বের সেরা ৫ মিলিটারি পাওয়ারে ভারত, বাংলাদেশ কত নম্বরে?

মুখেন মারিতং জগৎ! বিশ্বের সেরা ৫ মিলিটারি পাওয়ারে ভারত, বাংলাদেশ কত নম্বরে?

14 Jan 2026

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর থেকেই পদ্মাপাড়ে শুরু হয়েছে ভারত বিদ্বেষ। অবস্থা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে, সরাসরি ভারত আক্রমণের হুমকিও দেওয়া হচ্ছে। যদিও বাংলাদেশ সেনা ও সরকার কিন্তু এমন কোনও দাবি করছে না।

সেনা হেফাজতে BNP নেতার মৃত্যু, ভোটমুখী বাংলাদেশে পরিস্থিতি আরও খারাপ

সেনা হেফাজতে BNP নেতার মৃত্যু, ভোটমুখী বাংলাদেশে পরিস্থিতি আরও খারাপ

14 Jan 2026

বাংলাদেশে হেফাজতে থাকা অবস্থায় আরেকটি মৃত্যুর খবর সামনে এসেছে। স্থানীয় বিএনপি নেতা শামসুজ্জামান ওরফে ডাবলু বাংলাদেশের চৌডাঙ্গা এলাকায় হেফাজতে থাকাকালীন মারা যাওয়ায় এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শামসুজ্জামানকে আটক করেছিল। পুলিশের মতে, তাঁর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

'পাকিস্তানে যেতে রাজি, ভারতে নয়,' বলেই দিলেন, ক্রিকেটেও মুখোশ খুলে গেল ইউনূসদের

'পাকিস্তানে যেতে রাজি, ভারতে নয়,' বলেই দিলেন, ক্রিকেটেও মুখোশ খুলে গেল ইউনূসদের

13 Jan 2026

ভারতে আসতে না চেয়ে এবার হাস্যকর দাবি করলেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বাংলাদেশের এই ক্রীড়া কর্তা জানালেন, ভারতীয় মাটিতে একটিও ম্যাচ খেলতে যাবে না বাংলাদেশ দল।

ক্রিকেটবিশ্বে ভারতের দুনিয়াদারিতে বিপদে Bangladesh! 'মরা কান্না' Asif Nazrul এর, দেখুন

13 Jan 2026

ICC T20 বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ যে খেলতে চায় না,তা আগেই চিঠি দিয়ে জানিয়েছিল ICC-কে। ৭ ফেব্রুয়ারি থেকে টি২০ বিশ্বকাপ শুরু হবে। ইডেনে ম্যাচ রয়েছে বাংলাদেশের। এহেন পরিস্থিতিতে নিজেদের অবস্থানেই এখনও অনড় বাংলাদেশ। যদিও ICC স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতেই খেলতে হবে। সে ক্ষেত্রে স্টেডিয়াম বদল করা যেতে পারে। কিন্তু দেশ নয়। কারণ, শেষ মুহূর্তে শিডিউল বদল সম্ভব নয়। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, 'গত ১৬ মাস ধরে ভারতে বাংলাদেশ বিদ্বেষের যে পরিস্থিতি চলছে, তাতে ভারতে খেলা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।' একই সঙ্গে মুস্তাফিজুরের আইপিএল থেকে বাদ পড়ার প্রসঙ্গও টানলেন আসিফ। ওদিকে পাকিস্তান আবার আইসিসি-কে জানিয়েছে, বাংলাদেশ চাইলে পাকিস্তানে ম্যাচ খেলতে পারে।

Advertisement