ইলিশ চুরি রুখতে পদক্ষেপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। নামানো হয়েছে যুদ্ধজাহাজ। এমনকি আকাশপথেও নজরদারির ব্যবস্থা করেছে তারা।
আগামী বছর বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একদিকে অধ্যাদেশ জারি করে আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ বন্ধ করেছে বাংলাদেশের মহম্মদ ইউনূস সরকার। সেইসঙ্গে আগের সরকারের যে সব প্রধান নেতা-মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে চার্জ গঠন করা হচ্ছে বা হয়েছে, তাঁরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এসবের মধ্যেই ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার মিত্রদের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠছে।
দুর্গাপুজো উপলক্ষে ভারতে ১,২০০ টন ইলিশ রফতানির অনুমতি থাকলেও ১৪৫ টন ইলিশ এসেছে। মাছ আমদানিকারকদের বক্তব্য, ভারতে বাংলাদেশের ইলিশ রফতানি এ বছরই সবচেয়ে কম হয়েছে। বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের তথ্য অনুযায়ী, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে এসেছে ১০৬ টন ইলিশ এবং আখাউড়া বন্দর দিয়ে এসেছে ৩৯ টন মাছ। যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।
বাংলাদেশ এবং পাকিস্তানের কথাই বলছি। এর মধ্যে পাকিস্তান তার ত্রাতা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করছে। তাতে খুব তাড়াতাড়ি আমেরিকার থেকে অধুনিক মাঝারি পাল্লার এয়ার টু এয়ার মিসাইল (AMRAAM) কিনতে চলেছে পাকিস্তান।
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর নিয়ে পাকিস্তানের মিথ্যা প্রচারের জবাব দিল ভারত। ভারতের প্রতিনিধি পর্বথানেনী হরিশ বলেন,"পাকিস্তান এমন একটা দেশ যাঁরা নিজের জনগণের বিরুদ্ধে বোমা হামলা করেছিল। ৪ লাখ মহিলার উপর অত্যাচার চালিয়েছিল'।
নয়াদিল্লি চায় বাংলাদেশে ভোট হোক মুক্ত ও স্বচ্ছ। বাংলাদেশের মানুষ যে সরকারকে বেছে নেবে, তাদের সঙ্গেই কাজ করবে ভারত। সাফ বার্তা দিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি।
দুর্গোৎসবের পর এবার দীপাবলির আনন্দেও মেতে উঠবেন সকলে। এরাজ্যের অনেক বিখ্যাত কালীপুজোর কথা আপনাদের অনেকেরই জানা। এপারের মতো বাংলাদেশের হিন্দুরাও এই সময়ে মেতে ওঠেন মা কালীর আরাধনায়। বাংলাদেশের হিন্দুদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পুজো।
বাংলাদেশি ইলিশের স্বাদই আলাদা। আর সেই ইলিশ বাঁচাতে কিনা বাংলাদেশের অন্তবর্তী সরকার ১৭টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। একবার ভাবুন। আর এই ইলিশ বাঁচানোর ক্ষেত্রে বুঝতেই পারছেন বাংলাদেশের নজরদারিতে কারা? অবশ্যই ইন্ডিয়ান জেলেরা। আর তাই ইন্ডিয়ান জেলেদের ডিঙ্গি নৌকায় এতো ভয় যে শেষ পর্যন্ত ইলিশ বাঁচাতে একেবারে যুদ্ধ জাহাজ মোতায়েন করতে হল। এটা যেন অনেকটা মশা মারতে কামান দাগার মতো ঘটনা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দীর্ঘ ১০ বছর পর তিনি সরাসরি নির্বাচনী প্রচারে অংশ নিতে যাচ্ছেন, এমন ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে।
বাংলাদেশে মুক্ত ও স্বচ্ছ ইলেকশনের পক্ষে ভারত। বাংলাদেশের মানুষ যেই সরকারকে বেছে নেবে, তার সঙ্গেই কাজ করবে দেশ। বাংলাদেশ প্রসঙ্গে এমনই বার্তা দিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি।
বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশের মধ্যে রয়েছে চাপা উত্তেজনা। এমনকী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে একাধিক অভিযোগ উঠছে। আর এমন পরিস্থিতিতে বাংলাদেশে গিয়ে একবারে উল্টো সুর পশ্চিমবঙ্গের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। তাঁর সাফ দাবি, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বেশ ভালো। এখানে হিন্দু ও মুসলমান মিলেমিশেই রয়েছে।