বাংলাদেশ T20 বিশ্বকাপ খেলবে নাকি খেলবে না, এই প্রশ্নের বাইরেও দুটি আরও বড় প্রশ্ন হল, কীভাবে খেলবে? আর যদি না খেলে, তাহলে কী হবে ভবিষ্যতে? ক্রিকেটে নিজেদের রাজনৈতিক ও কট্টরপন্থী অ্যাজেন্ডাকে চরিতার্থ করতে, বাংলাদেশের ক্রিকেটারদের গাঢ় অন্ধকারের দিকে ঠেলে দিল।
নির্বাচনে লড়ছে না আওয়ামি লিগ। এদিকে নির্দল প্রার্থীর সংখ্যা ২৪৯ জন। সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ চলছে বাংলাদেশে?
আমিনুর ইসলাম বুলবুল হলেন বাংলাদেশ বোর্ডের সেই প্রেসিডেন্ট, যাঁর সময়কালে টি২০ বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিলেন লিটন দাসেরা। আর বুলবুল এটা করতে বাধ্য হলেন অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের অনড় নীতির জন্য। এই আসিফই জাতীয় 'মর্যাদার' ভাঁওতা দিয়ে বাংলাদেশকে খেলতে দিল না বিশ্বকাপ। আর এই সিদ্ধান্তে যে বাংলাদেশ ক্রিকেটের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, সেই কথা তো বলাই বাহুল্য!
টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না বাংলাদেশ ক্রিকেট। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানালেন, আইসিসি সুবিচার করতে পারল না। ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি, ভারতে যাব না। তবে এখনও আশা ছাড়ছেন না নজরুল।
২০২৬ সালের টি টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। কারণ তারা কোনওমতেই ভারতে খেলতে আসতে রাজি নয়। এখন প্রশ্ন তাহলে লিটন দাসদের দলের পরিবর্তে কারা বিশ্বকাপে খেলতে নামবে?
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ। অর্থাৎ তারা বিশ্বকাপে খেলবে না। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশকে আল্টিমেটাম দিয়েছিল ইন্টারন্যাশনল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। আর এই বার্তা পাওয়ার পর মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই দেশের সরকারের উপর কোনও চাপ তৈরি করবে না। পাশাপাশি ভারতে খেলা নিয়ে তাঁদের অবস্থান বদলাবে না বলেও দাবি করেছেন তিনি।
মুখ পুড়ল বাংলাদেশ ও পাকিস্তানের। আইসিসি-র টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। অন্য কোনও দেশে ম্যাচ স্থানান্তরিত করা যাবে না। জানিয়ে দিল আইসিসি।
বাংলাদেশে Hindu দের কী অবস্থা তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ক্রমশই সেদেশে অত্যাচার বেড়ে চলেছে মৌলবাদীদের। হিন্দুদের উপরে চলছে লাগাতার নির্যাতন। একইসঙ্গে বিগত কিছু দিনে সেদেশে জানে শেষ করা হয়েছে বেশ কয়েকজন হিন্দুকে। এছাড়াও সেদেশে ক্রমাগত চলছে হিন্দু থেকে Muslim করার কাজ। অর্থাৎ হিন্দুদের ধর্মান্তরিক করা হচ্ছে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একজন মহিলার বক্তব্য শোনাবো, যাঁকে হিন্দু থেকে মুসলিম করা হয়েছে। ওই মহিলার নাম আসমা সিকদার। চলুন হিন্দু ও মুসলিম ধর্ম সম্পর্কে কী বলছেন ওই মহিলা, শুনে নেওয়া যাক।
হাসিনার বিরুদ্ধে এই চার্জ গঠন করা হবে ২০২৪ সালের এক ঘটনার প্রেক্ষিতে। অভিযোগ, সেই বছরের ডিসেম্বর মাসে 'জয় বাংলা ব্রিগেড' নামে একটি ভার্চুয়াল সভা হয়। সেখানে কয়েক শো আওয়ামি লিগ সদস্য অংশ নিয়েছিলেন।
T20 World Cup এ বাংলাদেশের আদৌ ঠাঁই হবে কিনা, তা নিয়ে অচলাবস্থা এখনও অব্যাহত। পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশ এখনও গোঁ ধরে বসে আছে, বিশ্বকাপে তারা ভারতে খেলবে না। বাংলাদেশের ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুল তো খোলাখুলি পাকিস্তানেরই উদাহরণ টানলেন। বলছেন, 'আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে, এমন কিছু শুনি নাই। ICC যদি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর অযৌক্তিক কোনও শর্ত চাপানোর চেষ্টা করে, আমরা মানবো না। আমাদের অযৌক্তিক চাপ সৃষ্টি করে ভারতে খেলাতে বাধ্য করানো হচ্ছে। এর ভারত পাকিস্তানে গিয়ে খেলতে না চাওয়ায়, আইসিসি ভেন্যু বদল করেছে, সেই উদাহরণ রয়েছে।'