Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।
বছরে শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ২১ সেপ্টেম্বর। এই গ্রহণটি আশ্বিন অমাবস্যায় কন্যা রাশি এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে ঘটবে। গ্রহণের সময় সূর্য, চন্দ্র এবং বুধ থাকবে কন্যা রাশিতে। মীন রাশিতে অবস্থানকারী শনির উপর পূর্ণ দৃষ্টি থাকবে তাদের। এই যোগের কারণে ৩ রাশির জাতক ও জাতিকাদের জীবনে আসতে চলেছে সৌভাগ্য।
আজ বৃহস্পতিবার। কোন রাশির কেমন যাবে আজ ? কোন কোন রাশির অর্থলাভের যোগ, কোন কোন রাশিকে থাকতে হবে সতর্ক, মেষ থেকে কন্যা-তুলা থেকে মীন। আজকের দিনটা আপনার কেমন যাবে। একনজরে দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal)।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখন সূর্য এবং মঙ্গল একে অপরের ৩০ ডিগ্রি কোণে অবস্থান করে, তখন দ্বিদ্বদশ দৃষ্টি যোগ তৈরি হয়। এই সূর্য-মঙ্গল দ্বিদ্বদশ দৃষ্টি যোগ মেষ, কর্কট, সিংহ, কন্যা এবং ধনু রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য বিশেষভাবে শুভ।
Solar Eclipse: দ্বিতীয় সূর্যগ্রহণটি সেপ্টেম্বর মাসেই ঘটতে চলেছে। এজন্যে এবছরের সেপ্টেম্বর মাস অত্যন্ত বিশেষ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষীদের মতে।
১৭ সেপ্টেম্বর ইন্দিরা একাদশী উপবাস পালিত হবে এবং এই দিনে গ্রহরাজ সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবেন। গ্রহরাজ বুধ, ইতিমধ্যেই কন্যা রাশিতে উপস্থিত, যা বুধাদিত্য রাজযোগ তৈরি করে।
Surya Rashi Parivartan Negative Effects: কন্যা রাশিতে প্রবেশের পর সূর্য বুধ এবং শনির প্রভাবে আসবে। সূর্যের এই অবস্থান খুব একটা শুভ বলে বিবেচিত হয় না। এই গোচরের প্রভাব প্রায় এক মাস স্থায়ী হবে। সূর্যের এই রাশি পরিবর্তন সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে।
Shani Surya Yog: জ্য়োতিষশাস্ত্র অনুসারে, প্রত্যেক গ্রহ এক নিশ্চিত সময়ের পর গোচর করে, যার ফলে শুভ ও অশুভ যোগের সৃষ্টি হয়। এর প্রভাব মানব জীবন ও পৃথিবীর ওপর পড়তে দেখা যায়। গ্রহের রাজা সূর্য ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে ফেলেছে। এই সময় সূর্য মীন রাশিতে বিরাজমান শনির সঙ্গে সমসপ্তক যোগ তৈরি করবে।
Thursday 18 September Lucky Rashi: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ৫ টি রাশির জাতক উপকৃত হবে। এই রাশির জাতকর যেকোনও পুরানো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাবেন। আসুন জেনে নেওয়া যাক ১৮ সেপ্টেম্বর কোন রাশির জাতকরা ভাগ্যবান হবেন।
জ্যোতিষশাস্ত্রে, গ্রহদের রাজপুত্র বুধ গ্রহকে সম্পদ, বুদ্ধি, কথা, যোগাযোগ, ব্যবসার কারক বলা হয়। অক্টোবরে দীপাবলির আগে, বুধ তার গতিতে দু'বার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। এই পরিবর্তনগুলি অনেক মানুষের জীবনকেও বদলে দেবে।
জ্যোতিষশাস্ত্রে শনিদেব আইনের দেবতা এবং কর্মের দাতা হিসেবে পরিচিত। তিনি ব্যক্তির কর্ম অনুসারে ফল দেন। শনিদেবের গতি খুবই ধীর। সেই কারণেই তাঁর গতিবিধি বা গতির পরিবর্তন প্রতিটি রাশির জীবনে প্রভাব ফেলে।