জাগৃক দে ৭ বছর ধরে ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ক্রিকেট, ফুটবল, টেনিস-সহ সব ধরনের খেলার খবর করতে পারদর্শী। তবে বিশেষ আগ্রহ ফুটবলে। ময়দানের হালহকিকত, ইস্টবেঙ্গল-মোহনবাগান-সহ সব ফুটবল ক্লাবের এক্সক্লুসিভ স্টোরি তুলে আনার চেষ্টা করেন সব সময়। লেখার পাশাপাশি অ্য়াঙ্কারিংয়েও দক্ষ। অবসর সময়ে নিজেও খেলাধুলা করেন।