মধুরিমা দেব বর্তমানে আজতক বাংলায় কর্মরত সাংবাদিক। সাংবাদিকতায় ৮ বছরের বেশি অভিজ্ঞতা। বিশ্ব, জাতীয় ও রাজ্য রাজনীতির সংবাদ লেখেন। এছাড়া, অপরাধ, ইউটিলিটি, মনোরঞ্জন, টেকনোলজি, ভাইরাল, শিক্ষা সংক্রান্ত খবর লেখাতেও সমানভাবে আগ্রহী। খবরের জন্য ভয়েস-ওভারও দেন। ফিল্ড রিপোর্টিং, ভক্স-পপ করেন।
পূর্বে তিনি হায়দেরাবাদে ইটিভি ভারত, রামোজি ফিল্ম সিটি এবং মুম্বইয়ে লেটেস্টলি বাংলায় কর্মরত ছিলেন। আজকাল পত্রিকার ডিজিটাল সাংবাদিকতায় ইন্টার্ন হিসেবে তাঁর হাতেখড়ি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক পাস করেছেন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে। খবরের ঝোঁক আর লেখার নেশার পাশাপাশি তিনি ভ্রমণপ্রিয়।