Advertisement

শঙ্খ দাস

Multimedia Editor, TVTN

sankha.das@aajtak.com

শঙ্খ দাস, ফিউচার ইনস্টিটিউট থেকে মিডিয়া সায়েন্স নিয়ে স্নাতক ডিগ্রি করা ছাত্র সাংবাদিকতা পেশায় রয়েছেন প্রায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। কর্মজীবন শুরু চিত্রগ্রাহক হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ঘষে-মেজে তৈরি করেছেন। এখন মাল্টিমিডিয়া এডিটর হিসেবে কর্মরত। তবে সংবাদ সংগ্রহে ঝোঁক রয়েছে। মাঝে মাঝে বুম-ক্যামেরা নিয়ে স্পেশাল স্টোরিরও সন্ধানে বেরিয়ে পড়েন গ্রামে-গঞ্জে। ক্যামেরার পাশাপাশি রিপোর্টিং, ভিডিও এডিটিং ও টেকনিক্যাল ব্যাপারেও জ্ঞান আছে তাঁর। অবসর সময়ে ছবি তুলতে ও ঘুরতে ভালোবাসেন।

  • All
Advertisement