সৌরদীপ সামন্ত প্রায় এক দশক ধরে বাংলা সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়ায় ইন্টার্নশিপের মাধ্যমে সংবাদ দুনিয়ায় পা রাখেন। কর্মজীবন শুরু করেন টেলিভিশন দুনিয়ার হাত ধরে। পরে যোগ দেন ডিজিটাল মিডিয়ায়। পশ্চিমবঙ্গের একাধিক নামী সংবাদ প্রতিষ্ঠানে সুদক্ষতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দ্রুত সঠিক খবর পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর সাফল্যের চাবিকাঠি। সংবাদমাধ্যমে ডেস্কে কাজ করার পাশাপাশি রিপোর্টিংয়েও তাঁর অভিজ্ঞতা রয়েছে। মূলত রাজনৈতিক খবর লেখেন। তবে বিনোদনের খবরের প্রতিও তাঁর ঝোঁক রয়েছে। অবসরে পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ভালবাসেন বই পড়তে, সিনেমা দেখতে। সুযোগ পেলেই পরিবারের সঙ্গে বেড়াতে যান।