Advertisement
বাংলাদেশ

Pori Moni Vacation:বিয়ের পর প্রথম ঈদ, কক্সবাজারের বিচে স্বামীর ঠোঁটে KISS পরীর, PHOTOS

  • 1/16

ঢাকাই সিনেমার  জনপ্রিয়  নায়িকা পরীমনি এবার অন্যরকমভাবে ঈদ উদযাপন করলেন। স্বামী  শরিফুল রাজকে নিয়ে কক্সবাজারের সমুদ্রসৈকতে নিভৃতে ছুটি কাটাচ্ছেন তিনি। 

  • 2/16

কোনো বিধি নিষেধ ছাড়াই এবার বাংলাদেশে   আনন্দে উদযাপিত হয়েছে ঈদ। বিয়ের পর প্রথম ঈদ কাটালেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। 

  • 3/16

ঢালিউড সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনির জীবনে বড় ঝড় বয়ে গেছে। বোট ক্লাব কাণ্ড, মাদক মামলায় গ্রেফতার, কারাগার ও বিয়ে সবকিছু মিলে গত বছরে চর্চায় ছিলেন অভিনেত্রী। 

Advertisement
  • 4/16

বিয়ের পর কিছুটা থিতু হতে চাইছেন পরীমনি।  বিয়ের পর রাজ পরীর এটাই ছিল প্রথম ঈদ। ঈদুল ফিতরে পরীমনি বায়না ধরেছিলেন ঘুরতে যাওয়ার। স্ত্রীর ইচ্ছে অনুযায়ী তাকে নিয়ে কক্সবাজার বেড়াতে গেলেন রাজ।

  • 5/16

সোমবার (২ মে) সকাল ঢাকা ছাড়েন রাজ ও পরীমনি। সে খবর তারা জানিয়েছিলেন ফেসবুকে। প্রকাশ করেন বেশকিছু ছবিও। সঙ্গে ছিলেন পরীর নানাশা মসুল হক।
 

  • 6/16

 সমুদ্রপাড় কক্সবাজারের হিমছড়ির পেঁচারদ্বীপের একটি ইকো রিসোর্টে রয়েছেন পরীরা।

  • 7/16


ঈদের রাতে নানা শামসুল হক ও স্বামী রাজের সঙ্গে বেশকিছু ছবি দিয়ে পরী তার অনুভূতির কথা ভক্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করেন।

Advertisement
  • 8/16

পরী লেখেন, “রোজার ঈদটা বরাবরই আমি আমার পরিবারের সঙ্গে ঘরেই উদযাপন করেছি। করোনার বছরে প্রথমবার পরিবারের সবাইকে ছাড়া ঘরবন্দি একটা ঈদ কাটিয়েছিলাম। পরেরবারও পরিবারের সঙ্গে থাকতে পারিনি। এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে… আলহামদুলিল্লাহ।”

  • 9/16

পরী আরও বলেন, “আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে,আমি পরিপূর্ণ।”

  • 10/16

সবার প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে পরী বলেন, “যারা আমাকে এত ভালোবাসায় বাঁচিয়ে রাখেন তাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। এভাবেই আপনাদের ভালোবাসা আর দোয়ায় থাকতে চাই আজীবন। সবাইকে ঈদের শুভেচ্ছা।”

  • 11/16

পরীর ঈদের রেশ কাটেনি বুধবারও। এদিনও বেশকিছু ছবি শেয়ার করেছেন নায়িকা।

Advertisement
  • 12/16

রাজের ঠোঁটে চুমু খেতেও দেখা গেছে পরীকে। নায়িকা লিখেছেন, "একটি চুম্বন একটি সুদৃশ্য কৌশল যা প্রকৃতির দ্বারা পরিকল্পিত কথোপকথন বন্ধ করার জন্য যখন শব্দ অতিশয় হয়ে ওঠে।"

  • 13/16


জানা যাচ্ছে, ঈদ উদযাপন শেষে ফের ঢাকায় ফিরবেন এই তারকা দম্পতি।
 

  • 14/16

এদিকে গত ১১ মার্চ মুক্তি পেয়েছে পরীমনি ও রাজ জুটির প্রথম সিনেমা ‘গুণিন’। এই সিনেমার শুটিংয়েই একে-অপরের প্রেমে পড়েন তারা।

  • 15/16

 গত ১০ জানুয়ারি পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে, এরপরই প্রথম জানা যায় রাজ-পরীর বিয়ের খবর।

Advertisement
  • 16/16

এখন  প্রথম সন্তানের আগমনের অপেক্ষা রয়েছেন তারা। 
 

Advertisement