কোটা বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশে হিংসার সূত্রপাত থেকে শেষ পর্যন্ত গদি গারালেন শেখ হাসিনা। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। সেই সঙ্গে দেশও ছাড়তে বাধ্য হন হাসিনা। বেলা আড়াইটে নাগাদ একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন হাসিনা ও তাঁর বোন রেহানা।
এরপর থেকেই বিক্ষোভরত আন্দোলনকারীরা হাসিনার বাসভবন, গণভবনে প্রবেশ করে। ভিতরে ঢুকে রীতিমতো ভাঙচুর চালানো হয়। হাসিনার বাসভবনে ঢুকে তাঁর বিছানায় শুয়ে এক আন্দোলনরত পড়ুয়া।
বিরাট সংখ্যক আন্দোলনকারী ঢুকে পড়েছে প্রধানমন্ত্রীর আবাসে। শেখ হাসিনার দেশ ছাড়ার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণে জানিয়ে দেন, শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর দায়িত্ব আসে তাঁর কাঁধে।
বাংলাদেশে অভ্যুত্থান ও শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন এলাকায় হিংসার পরিবেশ তৈরি হয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও কোথাও কোথাও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বিক্ষোভে উত্তাল ঢাকায় বঙ্গবন্ধুর মূর্তির উপরে উঠে যান কয়েকজন বিক্ষোভকারী। বঙ্গবন্ধুর মূর্তি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা চালায় তারা। অবশেষে তারা মূর্তির গলায় দড়ি বেঁধে টেনে ভাঙা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করেন হাসিনা। তারপর থেকে বোন রেহানাকে সঙ্গে নিয়ে বর্তমানে নয়াদিল্লিতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তাঁরা।
অন্য দিকে, হাসিনার পদত্যাগের পরই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জেলমুক্তির নির্দেশ দিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি। হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়।
১৫ বছরের শেখ হাসিনার সরকারের পতনের পর হামলা, লুঠ, খুনোখুনি শুরু হয়। লালমনিরহাট সদর উপজেলায় সোমবার সন্ধ্যায় তেলিপাড়া গ্রামে প্রদীপ চন্দ্র রায় নামে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালানো হয়। বাংলাদেশের মেহেরপুরে ইস্কনের মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। সংখ্যালঘুদের ওপর হামলা হয়।
এদিন বাংলাদেশের প্রচুর মন্দির ভাঙা হয় ও ভাঙচুরের অভিযোগ ওঠে। বাংলাদেশের মেহেরপুরে ইস্কনের মন্দিরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে গাজিয়াবাদ থেকে বাংলাদেশ ফেরৎ যায় সেনাবাহিনীর বিমানটি। দিল্লিতে বৈঠকের পরই ঠিক হবে হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় হতে চলেছে। ভারতে রাজনৈতিক আশ্রয় দাবি করেননি হাসিনা, এমনটাই সূত্রের খবর।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডেকেছে ভারত সরকার। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।
অগ্নিগর্ভ বাংলাদেশে এখন আন্দোলনকারীদের নিশানায় আওয়ামী লিগের নেতাকর্মীদের কার্যালয়, এমনকী বাসভবনও! রেহাই পেলেন না সাংসদ মাশরাফী বিন মোর্তাজাও। কোটা আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লিগ দলের এমপি মুর্তজার নীরবতার জন্য বিক্ষোভকারীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছে। ঘটনার পর যে ভিজ্যুয়ালগুলি প্রকাশিত হয়েছিল তাতে দেখা যায় বিক্ষোভকারীরা তার বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে।